Pahalgam Terror Attack

‘আমরা প্রস্তুত’! ভিডিয়োয় শক্তি প্রদর্শন ভারতীয় সেনার, পাক হুঁশিয়ারির মাঝে সতর্কতার বার্তা, প্রত্যাঘাতের ইঙ্গিত বাহিনীর

ভারতীয় সেনার স্থলবাহিনী এবং নৌবাহিনী শনিবার দু’টি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছে। একটিতে রয়েছে ভিডিয়ো এবং একটিতে রয়েছে ছবি। সেনা জানিয়েছে, তারা সদা প্রস্তুত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৪:২৮
Share:

সদা সতর্ক ভারতীয় সেনা, বার্তা ভিডিয়ো পোস্ট করে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। প্রায় প্রতি দিনই কাঁটাতারের ও পার থেকে কোনও না কোনও হুঁশিয়ারি আসছে। সেই আবহে এ বার ‘শক্তি প্রদর্শন’ করল ভারতীয় সেনা। তবে সরাসরি নয়, ভিডিয়োর মাধ্যমে। শনিবার সকালে ভারতীয় সেনার স্থলবাহিনী একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানেই সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। নৌবাহিনীও একটি পোস্টে অনুরূপ বার্তা দিয়েছে।

Advertisement

স্থলবাহিনীর ভিডিয়োতে ভারতীয় সেনার দুঃসাহিক কিছু অভিযানের মুহূর্ত সাজানো হয়েছে। বায়ুসেনার অভিযানের ছবিও তাতে রয়েছে। ‘নির্ভীক’, ‘পরিশ্রমী’, ‘অপ্রতিরোধ্য’-এর মতো বিশেষণ ব্যবহার করা হয়েছে ভিডিয়োতে। বলা হয়েছে, ‘‘ভারতীয় সেনার কাছে কোনও ভূখণ্ডই অজেয় নয়, কোনও অভিযানই নাগালের বাইরে নয়। সেনা সবসময় প্রস্তুত। সদা সতর্ক।’’ নৌসেনা কোনও ভিডিয়ো প্রকাশ করেনি। নৌবাহিনীর জাহাজের একটি ছবি পোস্ট করে তাদের বার্তা, ‘‘ঐক্যেই আমাদের শক্তি। স্থির লক্ষ্য নিয়ে আমরা সবসময় হাজির।’’

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ফলে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা। অভিযোগ, পর্যটকদের ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে হত্যা করা হয়েছে। ওই হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। অটারী সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান প্রথম থেকেই এই হামলার সঙ্গে যোগ অস্বীকার করে আসছে। তাদের পাল্টা দাবি, ভারত সরকার পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য পাকিস্তানকে দোষ দেওয়া হচ্ছে। ভারতের বিরুদ্ধেও একাধিক পদক্ষেপ করেছে ইসলামাবাদ। বন্ধ করে দেওয়া হয়েছে বাণিজ্য। শিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইসলামাবাদ জানিয়েছে, সিন্ধুর জল বন্ধ করা হলে তাকে ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। তবে এই হুঁশিয়ারির পরেও ভারত সিদ্ধান্ত থেকে সরে আসেনি। সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি চলছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপড়েনের মাঝেই সীমান্তে নতুন করে অশান্তি ছড়িয়েছে। পহেলগাঁওয়ের হামলাকারীদের এখনও গ্রেফতার করা যায়নি। অভিযোগ, প্রতি দিন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। তার মাঝেই শনিবার ভিডিয়ো পোস্ট করল ভারতীয় সেনা। বর্তমান আবহে যাকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement