India-China

লাদাখ পরিস্থিতে জরুরি বৈঠকে রাজনাথ, সাংবাদিক বৈঠক করবে সেনা

পরিস্থিতি শান্ত করতে শুরু হয়েছে চিনের সঙ্গে দৌত্য। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২০ ০০:০০
Share:

শ্রীনগর থেকে লাদাখের পথে ভারতীয় সেনা। ছবি: রয়টার্স

লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিনের সেনা সংঘর্ষে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই সেনা জওয়ানের মৃত্যুর পর দিল্লিতে ব্যাপক তৎপরতা। তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ সেনা কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও গোটা পরিস্থিতি জানানো হয়েছে। পরিস্থিতি শান্ত করতে শুরু হয়েছে চিনের সঙ্গে দৌত্য।

Advertisement

ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে দু’পক্ষের সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। তাতে এক সেনা অফিসার ও দুই জওয়ানের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৯ সেনা জওয়ান। উল্টো দিকে চিনের পক্ষেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন