Badrinath Avalanche

বদরীনাথে তুষারধস: আটকে পড়া ৪৯ জন শ্রমিককে উদ্ধার করল সেনা! চারটি কপ্টার নিয়ে জারি বাকিদের খোঁজ

বদরীনাথের কাছে মানা গ্রামে শুক্রবার তুষারধসে বিআরও-র অন্তত ৫৫ জন শ্রমিক আটকে পড়েন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৪৯ জনকে উদ্ধার করেছে ভারতীয় সেনা। পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১০:৩২
Share:

শুক্রবার উত্তরাখণ্ডের মানায় তুষারধস নামে। শনিবার সকালেও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। ছবি: পিটিআই।

উত্তরাখণ্ডের তুষারধস কবলিত অঞ্চল থেকে এখনও পর্যন্ত ৪৯ জন শ্রমিককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। এখনও খোঁজ মেলেনি আটকে থাকা অন্তত ছ’জন শ্রমিকের। তাঁদেরও উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। যদিও সরকারি ভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীকে ফোন করে উদ্ধারকাজের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে উত্তরাখণ্ডের চামোলী জেলায় বদরীনাথের কাছে মানা গ্রামে ধস নামে। তুষারধসে আটকে পড়েন বর্ডার রোড অর্গানাইজ়েশন বা বিআরও-র অন্তত ৫৫ জন শ্রমিক

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিআরও-র শ্রমিকদের উদ্ধার করতে সেনার পাশপাশি পাঠানো হয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দলকেও। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার উদ্ধারকাজ বিঘ্নিত হয়েছিল। দৃশ্যমানতা কমে আসার কারণে হেলিকপ্টার অবতরণ করানো যাচ্ছিল না দুর্ঘটনাস্থলে। শনিবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই পুনরায় হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্য জোশীমঠে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

মানায় তুষারধসে আটকে পড়া ৫৫ জন শ্রমিকের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে চামোলী পুলিশ। তালিকায় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহারের ১১ জন করে শ্রমিক রয়েছেন। এ ছাড়া হিমাচল প্রদেশের সাত জন, জম্মু ও কাশ্মীরের এক জন এবং পঞ্জাবের এক জন শ্রমিক রয়েছেন। বাকি ১৩ জন শ্রমিকের ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি। ওই ১৩ জনের মধ্যে ১০ জনের পুরো নাম এবং আধার নম্বরও জানা যায়নি।

চামোলীর জেলাশাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, উদ্ধার অভিযানের জন্য চারটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৪৯ জনকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাস্থল থেকে। তাঁদের মধ্যে ২৭ জনকে জোশীমঠে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সকলেরই অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জেলাশাসক।

শুক্রবার দুপুরে বদরীনাথ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মানায় তুষারধস নামে। সেই সময় ওই এলাকায় কাজ করছিলেন বিআরও-র বেশ কয়েক জন শ্রমিক। গ্রামে তাঁদের একটি ক্যাম্পও ছিল। ওই ক্যাম্পের কাছেই তুষারধস নামে। শুক্রবার বিকেল পর্যন্ত ৩২ জন শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে। শনিবার সকালে হেলিকপ্টার পরিষেবা চালু হতেই আরও ১৫ জনকে উদ্ধার করেছে সেনা। পরে আরও দু’জনকে উদ্ধার করে সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement