India-China

চিনের কমিউনিস্ট নেত্রীকে বার্তা বিদেশসচিবের

দু’দেশের সম্পর্ক শুধরোনোর উদ্দেশ্য নিয়ে নয়াদিল্লিতে এসেছেন চিনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার ভাইস মিনিস্টার সুন। গত কয়েক মাস ধরেই দু’দেশের মধ্যে ধারাবাহিক ভাবে ছোট ছোট পদক্ষেপ করা হচ্ছে, যাতে ২০২০ সালে গলওয়ান সংঘর্ষ থেকে শুরু হওয়া অশান্তির দাগ মোছা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:৪২
Share:

—প্রতীকী চিত্র।

চিনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে হলে সে দেশকে বেশ কিছু ‘ইতিবাচক পদক্ষেপ’ করতে হবে যাতে ‘সঠিক পরিবেশ’ তৈরি হয়। ভারত সফররত চিনা কমিউনিস্ট পার্টির নেত্রী সুন হাইয়ানকে এই বার্তা দিয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্রী।

দু’দেশের সম্পর্ক শুধরোনোর উদ্দেশ্য নিয়ে নয়াদিল্লিতে এসেছেন চিনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার ভাইস মিনিস্টার সুন। গত কয়েক মাস ধরেই দু’দেশের মধ্যে ধারাবাহিক ভাবে ছোট ছোট পদক্ষেপ করা হচ্ছে, যাতে ২০২০ সালে গলওয়ান সংঘর্ষ থেকে শুরু হওয়া অশান্তির দাগ মোছা যায়। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে মিস্রী জোর দিয়েছেন ভারত এবং চিনের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা এবং বোঝাপড়া বাড়ানোর দিকে। আর সেই পরিপ্রেক্ষিতেই তিনি সঠিক পরিবেশ তৈরির কথা বলেছেন। পাশাপাশি নতুন বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে বাণিজ্যিক যোগাযোগ আরও পোক্ত করার কথাও উঠেছে আলোচনায়। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্পর্কের ক্ষেত্রে ক্রমশ স্বাভাবিকতার পথে ফিরতে দু’দেশের নেতৃত্ব যে দিক্-নির্দেশ করেছেন, তাকে বাস্তবায়িত করতে হবে।’ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেছেন, “স্পর্শকাতর বিষয়গুলিকে আলোচনায় নিয়ে আসা, দু’দেশের মানুষের মধ্যে যাতায়াত বাড়ানো এবং দ্বিপাক্ষিকতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে উভয় পক্ষের কথা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন