India-Pakistan tensions

‘ভয়ের কিছু নেই’! দেশে সর্বত্র যথেষ্ট জ্বালানি তেল রয়েছে বলে আশ্বাস দিল ইন্ডিয়ান অয়েল

শুক্রবার চণ্ডীগড় প্রশাসন বাসিন্দাদের জন্য নির্দেশিকা জারি করেছে। তাতে জানিয়েছে, খাবার, জরুরি পণ্য, জ্বালানি কিনে মজুত করে রাখা যাবে না। দেশবাসীকে নিশ্চিন্ত থাকতে বলেছে ইন্ডিয়ান অয়েল সংস্থাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৭:০৯
Share:

আশ্বাস দিল ইন্ডিয়ান অয়েল সংস্থা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশে যথেষ্ট জ্বালানি তেল, রান্নার গ্যাস রয়েছে। শুক্রবার আশ্বাস দিল দেশের সবচেয়ে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। ভারত-পাকিস্তানের মধ্যে যে চাপানউতর চলছে, তার জেরে আতঙ্ক ছড়িয়েছে দেশবাসীদের একাংশের মনে। অনেকেই যানে বেশি করে জ্বালানি ভরে রাখছেন। রান্নার গ্যাস কিনে মজুত করছেন বলে অভিযোগ। এই আবহে আশ্বাস দিল ভারতের সবচেয়ে বড় তেল সংস্থা।

Advertisement

সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো ছড়িয়েছে পড়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ওই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, পেট্রল পাম্পে লম্বা লাইন। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্ত সংলগ্ন এলাকায় স্থানীয়দের একাংশের মধ্যে জ্বালানি কেনার হিড়িক লক্ষ করা গিয়েছে। তার পরেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট দিয়েছে আইওসি। লিখেছে, ‘‘সারা দেশ জুড়ে যথেষ্ট মজুত রয়েছে ইন্ডিয়ান অয়েলের। জোগানও সরবরাহ রয়েছে ঠিকঠাক।’’ তার পরেই তাদের পরামর্শ, ‘‘আতঙ্কিত হয়ে জ্বালানি কেনার প্রয়োজন নেই। আমাদের সব বিপণিতে জ্বালানি, এলপিজি মজুত রয়েছে।’’

বৃহস্পতিবার রাতে জম্মু, পঞ্জাব, রাজস্থান লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী সেই চেষ্টা ব্যর্থ করেছে। এই আবহেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই জ্বালানি, প্রয়োজনীয় খাবারদাবার মজুত করে রাখার চেষ্টা করেন। এ বার এই আবহে আশ্বাস দিল আইওসি।

Advertisement

শুক্রবার চণ্ডীগড় প্রশাসন এই নিয়ে কড়া নির্দেশ জারি করেছে। জানিয়েছে, খাবার, জরুরি পণ্য, জ্বালানি কিনে মজুত করে রাখা যাবে না। এতে কৃত্রিম চাহিদা তৈরির ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement