National news

ভারতে উড়ে এসে কলেজকে ১০ লক্ষ ডলার অনুদান দিলেন এই দম্পতি!

সমাবেশ যোগ দিয়ে ভারতে উড়ে এসেছিলেন ওই দম্পতি। সেখানেই অনুদানের এই ঘোষণা করেন তাঁরা। এই অনুদানকে স্বাগত জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৯:৪৬
Share:

প্রশান্ত পালাকুর্থি এবং তাঁর স্ত্রী। ছবি: সংগৃহীত।

রাজস্থানের বিআইটিএস ইনস্টিটিউটকে ১০ লক্ষ ডলার অনুদান দিল আমেরিকাবাসী এক ভারতীয় দম্পতি।

Advertisement

রাজস্থানের পিলানির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং সায়েন্স। সম্প্রতি ২০০ প্রাক্তনী নিয়ে বিআইটিএসে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ যোগ দিয়ে ভারতে উড়ে এসেছিলেন ওই দম্পতি। সেখানেই অনুদানের এই ঘোষণা করেন তাঁরা। এই অনুদানকে স্বাগত জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

প্রশান্ত পালাকুর্থি মার্কিন সংস্থা রিফ্লেক্সিস সিস্টেমের সিইও এবং তাঁর স্ত্রী অনুরাধা আমেরিকার একজন পেশাদার গায়িকা ও রেডিয়ো ব্যক্তিত্ব। আমেরিকার জুজু প্রোডাকশনের প্রতিষ্ঠাতা তিনি।

Advertisement

৪০ বছর আগে বিআইটিএস-এ পড়তেন প্রশান্ত আর ১৯৮৪ সালে বিআইটিএস-এ পড়া শুরু করেন অনুরাধা। প্রশান্ত বলেন, ‘‘এই প্রতিষ্ঠানে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এই প্রতিষ্ঠান আমাদের অনেক কিছু দিয়েছে। এটা আমাদের প্রতিদান।’’

আরও পড়ুন: ‘যাদের কিছু লুকনোর আছে, তারাই বাধা দিচ্ছে সিবিআইকে’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন