Amrit Bharat Express

নতুন ট্রেনের স্বপ্ন, কমেছে আয়

নতুন ট্রেন চালানোর স্বপ্ন দেখালেও চলতি বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হয়েছে রেল। বাজেট নথি বলছে, লক্ষ্য থেকে প্রায় পনেরোশো কোটি টাকার কম আয় হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১১
Share:

—ফাইল চিত্র।

দেশের খাসজনতাই কেবল নয়, আমজনতার কথা ভেবে এ বার ‘নন এসি’ প্রায় একশোটি ‘অমৃত ভারত’ চালানোর সিদ্ধান্ত নিল রেল। যার জন্য রেল মন্ত্রক আগামী দু’বছরে প্রায় সতেরো হাজার কামরা নির্মাণেরলক্ষ্য নিয়েছে।

এর পাশাপাশি, দূরের গন্তব্যের জন্য ২৪ কামরার অন্তত পঞ্চাশটি ‘বন্দে ভারত’ স্লিপার ট্রেন আগামী দু’বছরে চালানোর পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক।

নতুন ট্রেন চালানোর স্বপ্ন দেখালেও চলতি বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হয়েছে রেল। বাজেট নথি বলছে, লক্ষ্য থেকে প্রায় পনেরোশো কোটি টাকার কম আয় হয়েছে। বেড়েছে অপারেটিং রেশিও। বর্তমানে একশো টাকা আয় করতে রেলের খরচ হচ্ছে ৯৮.৯০ শতাংশ।

তাৎপর্যপূর্ণ হল, আজ পরিকাঠামো ক্ষেত্রের মূল দুই স্তম্ভ রেল ও সড়ক পরিবহণ নিয়ে বাজেটে একটি শব্দও ব্যয় করতে দেখা যায়নি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। বাজেট নথি বলছে, পরিকাঠামো খাতে খরচ ধরা হয়েছে ২.৫২ লক্ষ কোটি টাকা। যে অর্থের একটি বড় অংশ নিরাপত্তা এবং রেলের স্থায়ী সম্পদ তৈরিতে ব্যবহার হওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন