nmational news

আর নতুন নিয়োগ নয়, ব্রিটিশ যুগের খালাসি প্রথা তুলে দিচ্ছে রেল

ব্রিটিশ আমল থেকেই এই খালাসি প্রথা চল‌ে আসছে ভারতীয় রেলে। এই ‘ডাক খালাসি’রা ভারতীয় রেলে ‘বাংলো পিওন’ নামেও পরিচিত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ১২:০৭
Share:

-ফাইল ছবি।

আরও কর্মী সংকোচনের পথে হাঁটল রেল। রেলের উচ্চপদস্থ কর্তারা আর বাড়িতে সরকারি খরচে খালাসি রাখতে পারবেন না। সরকারি পরিভাষায়, পদটির নাম ‘টেলিফোন অ্যাটেনড্যান্ট-কাম-ডাক খালাসি (টিএডিকে)’। এই পদে নতুন নিয়োগ বন্ধ করতে চলেছে ভারতীয় রেল।

Advertisement

ব্রিটিশ আমল থেকেই এই খালাসি প্রথা চল‌ে আসছে ভারতীয় রেলে। এই ‘ডাক খালাসি’রা ভারতীয় রেলে ‘বাংলো পিওন’ নামেও পরিচিত।

ভারতীয় রেলের একটি নির্দেশে বৃহস্পতিবার বলা হয়েছে, ‘‘টেলিফোন অ্যাটেনড্যান্ট-কাম-ডাক খালাসি পদটির প্রয়োজন আছে কি না, রেলবোর্ড খতিয়ে দেখছে। তাই এখন এই পদে কাউকে নিয়োগ করা যাবে না। আগামী দিনে এই পদে নিয়োগের যে সব প্রক্রিয়া চলছিল, সেগুলিও স্থগিত রাখতে হবে।’’

Advertisement

ভারতীয় রেল বোর্ডের গত কালের ওই নির্দেশে এও বলা হয়েছে, ‘‘এ বছরের ১ জুলাই থেকে ওই টেলিফোন অ্যাটেনড্যান্ট-কাম-ডাক খালাসি পদে যে নিয়োগগুলি অনুমোদিত হয়েছিল, তা খতিয়ে দেখা হতে পারে। ওই সব নিয়োগ রেলের অন্য কোনও বিভাগেও করা হতে পারে।’’

আরও পড়ুন: ‘রামজন্মভূমি মুক্ত হল’, ১৫ অগস্টের সঙ্গে তুলনা টানলেন মোদী

আরও পড়ুন: নবযুগের শুরু, বললেন মোহন ভাগবত, রুপোর ইট গেঁথে সূচনা রামমন্দিরের

এই নির্দেশ কঠোর ভাবে মেনে চলা যে রেলের উচ্চপদস্থ কর্তাদের খুব জরুরি সে কথাও রেল বোর্ডের নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

বলা হয়েছে, ‘‘দেশের সর্বত্র রেলের সব বিভাগেই এই নির্দেশ কঠোর ভাবে মেনে চলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন