Indian Student

ইটালিতে ‘রহস্যমৃত্যু’ ভারতীয় পড়ুয়ার, দেহ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারস্থ পরিবার

নতুন বছরের শুভেচ্ছা জানাতে রামকে ফোন করেছিল তাঁর পরিবার। কিন্তু অনেক বার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:১৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইটালিতে পড়তে গিয়ে মৃত ঝাড়খণ্ডের যুবক। কী ভাবে মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। পড়ুয়ার দেহ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারস্থ পরিবার।

Advertisement

যুবকের নাম রাম রাউত। ঝাড়খণ্ডের সিংভূমের বাসিন্দা। ইটালিতে এমবিএ পড়তে গিয়েছিলেন তিনি। ২ জানুয়ারি তাঁর মৃত্যু হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা জানাতে রামকে ফোন করেছিল তাঁর পরিবার। কিন্তু অনেক বার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এর পর রাম যে বাড়িতে ভাড়া থাকতেন, তাঁর মালিকের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যেরা। তিনি জানান, অন্য এক বাড়ির শৌচালয় থেকে রামের দেহ উদ্ধার হয়েছে। সে কথা জানানোর পর প্রশাসনের দ্বারস্থ হয় রামের পরিবার। তাঁর দেহ ফিরিয়ে আনার অনুরোধ করে। পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনা অনন্যা মিত্তল জানিয়েছেন, ছাত্রের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে ঝাড়খণ্ডের সরকার স্বরাষ্ট্র এবং অভিবাসন দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছে। তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন