শ্রীহরি সুকেশ। ছবি: সংগৃহীত।
কানাডায় মাঝ-আকাশে দু’টি বিমানের সংঘর্ষ হয়। তাতে প্রাণ হারান ওই দুই প্রশিক্ষণ বিমানের চালক। তাঁদের মধ্যে এক জন কেরলের বাসিন্দা। শ্রীহরি সুকেশ নামে ২১ বছরের ওই যুবক কেরল থেকে কানাডায় বিমান চালানোর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। সমাজমাধ্যমে পোস্ট দিয়ে তাঁর মৃত্যুর কথা জানিয়েছে টরন্টোয় ভারতীয় কনসুলেট জেনারেল। মুকেশের পরিবারকে সমবেদনা জানিয়েছে।
কানাডার সাদার্ন মানিটোবায় স্টেইনবাখ সাউথ বিমানবন্দরের কাছে একটি রানওয়ে ব্যবহার করে হার্ভের পাইলট প্রশিক্ষণ স্কুল। সেই রানওয়ের ৪০০ মিটার অদূরে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত বিমান চালানোর লাইসেন্স আগেই পেয়ে গিয়েছিলেন সুকেশ। বাণিজ্যিক বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন।
ওই প্রশিক্ষণ স্কুলের সভাপতি অ্যাডাম পেনার জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুই চালকই দু’টি ছোট বিমান নিয়ে উড়ান এবং অবতরণের মহড়া দিচ্ছিলেন। দু’টি বিমানেই একটি করে ইঞ্জিন রয়েছে। দুই চালকই এক সঙ্গে অবতরণের চেষ্টা করছিলেন। সে সময় রানওয়ের অদূরে তাঁদের দু’জনের বিমান পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। তাতে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন। দু’টি বিমানে চালক ছাড়া অন্য কোনও যাত্রী ছিলেন না। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমান দু’টিতে রেডিয়ো ছিল। মনে করা হচ্ছে, দুই পাইলটই একে অন্যকে উড়ে আসতে দেখতে পাননি। সে কারণেই বিপত্তি। দুর্ঘটনায় নিহত দ্বিতীয় পাইলট কানাডার নাগরিক।