উজমাকে ভারতে ফেরার অনুমতি দিয়ে দিল পাকিস্তানের হাইকোর্ট

পাকিস্তান থেকে ভারতে ফিরে আসার অনুমতি পেয়ে গেলেন উজমা। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এই অনুমতি দিয়ে দিল। মে মাসের প্রথম সপ্তাহে খবরের শিরোনামে আসেন উজমা। নয়াদিল্লির বাসিন্দা উজমা গত ৭ মে পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের কাছে অভিযোগ জানান, তাঁকে জোর করে নিকাহনামায় সই করিয়েছেন তাহির আলি নামে এক পাক যুবক।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ১৬:৩৫
Share:

পাকিস্তান থেকে ভারতে ফিরে আসার অনুমতি পেয়ে গেলেন উজমা। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এই অনুমতি দিয়ে দিল। মে মাসের প্রথম সপ্তাহে খবরের শিরোনামে আসেন উজমা। নয়াদিল্লির বাসিন্দা উজমা গত ৭ মে পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের কাছে অভিযোগ জানান, তাঁকে জোর করে নিকাহনামায় সই করিয়েছেন তাহির আলি নামে এক পাক যুবক। তাহির তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখেছে বলেও অভিযোগ করেছিলেন উজমা।

Advertisement

এর পরই ইসলামাবাদ হাইকোর্টে তাহিরের বিরুদ্ধে অভিযোগ করেন উজমা। বছর কুড়ির এই ভারতীয় তরুণীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার তাঁকে ভারতে ফেরার অনুমতি দিয়ে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরার সময় যাতে নিরাপত্তাজনিত কোনও সমস্যার মধ্যে পড়তে না হয়, তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে আদালত। এদিন রায় ঘোষণার পরই উজমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তাহির। কিন্তু, তাতে রাজি হননি ওই ভারতীয় তরুণী।

আরও পড়ুন: পাকিস্তানে ভয় দেখিয়ে বিয়েতে বাধ্য করায় দূতাবাসের দ্বারস্থ ভারতীয় যুবতী

Advertisement

তাহিরের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্রে ওয়াঘা সীমান্ত দিয়ে গত ১ মে ইসলামাবাদ যান উজমা। অভিযোগ, তার দু’দিন পর অর্থাত্ ৩ মে তাহির তাঁকে জোর করে নিকাহনামায় সই করায়। মেনে না নেওয়ায় শুরু হয় অত্যাচার। যাতে দেশে ফিরতে না পারেন, সে জন্য তাহির তাঁর পাসপোর্টও আটকে রাখে। জোর করে বিয়ের ক’দিনের মধ্যেই উজমা ভারতীয় হাইকমিশনের দ্বারস্থ হন। হাইকমিশনের সাহায্যে এবং পরামর্শে অভিযোগ দায়ের করেন আদালতে। আদালতের অনুমতিতে এই ক’দিন উজমা ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানেই ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement