Israel Iran Conflict

ইরানের পাশাপাশি ইজ়রায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তোড়জোড় শুরু, বিবৃতি জারি করল নয়াদিল্লির বিদেশ মন্ত্রক

তেল আভিভের ভারতীয় দূতাবাস ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমে ইজ়রায়েল থেকে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। এই মর্মে বৃহস্পতিবার বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ২০:৫৮
Share:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইজ়রায়েলের সোরোকা মেডিক্যাল সেন্টার। বৃহস্পতিবার। ছবি: রয়টার্স।

ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের আবহে দুই দেশ থেকেই ফেরানো হবে ভারতীয় নাগরিকদের। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্ধু’। প্রথমে ইরান থেকে ভারতীয়দের ফেরানোর কথা ঘোষণা করেছিল বিদেশ মন্ত্রক। সেই অনুযায়ী বৃহস্পতিবার ইরান থেকে ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরেছেন। বিকেলে বিদেশ মন্ত্রক নতুন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমে ইজ়রায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। যাঁরা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখান থেকে সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হবে।

Advertisement

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ‘‘তেল আভিভের ভারতীয় দূতাবাস ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। ইজ়রায়েলের সমস্ত ভারতীয় নাগরিককে অনুরোধ করা হচ্ছে, তাঁরা দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করুন। কোনও প্রশ্ন থাকলে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করুন। প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত সরকার। পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। ইজ়রায়েলে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। যথাসাধ্য সাহায্য করছে দূতাবাস।’’ সংঘর্ষ পরিস্থিতিতে ইজ়রায়েল সরকারের নির্দেশ এবং গাইডলাইন মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে সেখানে প্রবাসী ভারতীয়দের।

গত শুক্রবার থেকে ইজ়রায়েল এবং ইরানের সংঘাত শুরু হয়েছে। একে অপরকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। নাগরিকদের আশ্রয় নিতে হচ্ছে শেল্টারে। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই ইজ়রায়েল তাদের উপর হামলা চালায়। এতে ইরানের চার সেনা শীর্ষকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। এর পরেই প্রত্যাঘাত শুরু করে ইরানও। তেহরান থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ইজ়রায়েলের তেল আভিভ, জেরুসালেমের মতো শহরগুলিকে লক্ষ্য করে। বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিলেও সেখান থেকে ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করেছিল নয়াদিল্লি। এ বার ইজ়রায়েলে প্রবাসী ভারতীয়দের জন্যেও সেই বন্দোবস্ত করা হল। যাঁরা চান, দেশে ফিরতে পারবেন দূতাবাসের সহায়তায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement