রাঁচির মোরাবাদিতে রামদয়লা মুন্ডা জনজাতি কল্যাণ রিসার্চ ইনস্টিটিউটে মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস পালন করল ঝাড়খণ্ড সরকার। ওই সংস্থার সংগ্রহশালা নতুন করে উদ্বোধন করা হয়। রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী লুইস মরান্ডি বলেন, ‘‘আদিবাসীদের উন্নয়নে ২০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ঝাড়খণ্ডের ৫ হাজার ৭০০টি আদিবাসী গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবে রাজ্য সরকার। কয়েক বছরে অনেক প্রত্যন্ত গ্রামের রাস্তা হয়েছে। পৌঁছেছে শিক্ষা, স্বাস্থ্যের পরিকাঠামো।’’