National News

‘আমার ব্যাগে কি বোমা আছে?’ তল্লাশিতে বিরক্ত যাত্রীর কথায় হুলস্থূল চেন্নাই বিমানবন্দরে

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চেন্নাই বিমানবন্দরে। সকাল তখন সাড়ে ৭টা। কোচি থেকে ভুবনেশ্বরগামী ইন্ডিগোর বিমান ছাড়ার আগে যাত্রীদের সিকিউরিটি চেকিং চলছিল। নিরাপত্তার বেশ কড়াকড়িও ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ১৮:২৯
Share:

প্রতীকী ছবি।

বিমানে ওঠার আগে একের পর এক যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে দেখছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা পর্ব চালাচ্ছিলেন তাঁরা। পরীক্ষা পর্ব চলাকালীন যাত্রীদের মধ্যে থেকে এক জন হঠাত্ খুব রেগে যান। চিত্কার করে বলতে থাকেন, এত বার পরীক্ষা করা হচ্ছে কেন? আমি কি ব্যাগে বোমা নিয়ে যাচ্ছি? ব্যস, এই ‘বোমা’ শব্দটা উচ্চারণ করতেই শোরগোল পড়ে যায় বিমানবন্দরে!

Advertisement

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চেন্নাই বিমানবন্দরে। সকাল তখন সাড়ে ৭টা। কোচি থেকে ভুবনেশ্বরগামী ইন্ডিগোর বিমান ছাড়ার আগে যাত্রীদের সিকিউরিটি চেকিং চলছিল। নিরাপত্তার বেশ কড়াকড়িও ছিল। বিমানবন্দর সূত্রে খবর, সিআইএসএফ যাত্রীদের ব্যাগ এক এক করে পরীক্ষা করে দেখছিলেন। হঠাত্ই এক যাত্রী নিরাপত্তীরক্ষাদের উপর চটে যান। তার পরই চিত্কার করে বলতে থাকেন, “আমার ব্যাগে কি বোমা আছে?” যাত্রীর মুখে বোমা শব্দটা শুনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড ছুটে আসে। ওই ব্যক্তির ব্যাগে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। সতর্কবার্তা জারি করে দেওয়া হয় বিমানবন্দরে। তবে ওই ব্যক্তির ব্যাগ থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে। কোনও রকম ঝুঁকি না নিয়েই ওই ব্যক্তিকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম অ্যালেক্স ম্যাথু। তিনি কেরলের পাথানামথিত্তার বাসিন্দা। কিন্তু কেন তিনি ওরকম করলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

পুলওয়ামা কাণ্ডের পরই ভারত-পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনার আবহ তৈরি হয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার দফতরে বিমান হাইজ্যাকের হুমকি ফোন আসে। তার ঠিক এক সপ্তাহের মধ্যেই ফের হুমকি ফোন আসে মুম্বই বিমানবন্দরে। এ বার বলা হয় বিমানবন্দরের টার্মিনাল ২-এ বোমা আছে। মুহূর্তেই গোটা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। ফাঁকা করে দেওয়া হয় টার্মিনাল ২। চেন্নাই বিমানবন্দরে যাত্রীর মুখে ‘বোমা’ শব্দটি শোনার পরই তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে বিমানবন্দরের এক আধিকারিক জানান।

Advertisement

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রক থেকেই চুরি গিয়েছে রাফালের নথি! আদালতে জানাল কেন্দ্র

আরও পড়ুন: ৮০ শতাংশ বোমাই লক্ষ্যে আঘাত করেছে, কেন্দ্রকে রিপোর্ট দিল বায়ুসেনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement