ICC T20 World Cup 2026

তাঁর কলকাঠিতেই নাকি বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমনের! বিমানবন্দরে নামতেই প্রশ্ন গম্ভীরকে, দু’বার হেসে কী বললেন কোচ?

ফর্মে না থাকার কারণেই যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শুভমন গিলের জায়গা হয়নি, তা জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। দিল্লি বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন কোচ গৌতম গম্ভীরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১২:৫১
Share:

(বাঁ দিকে) শুভমন গিল এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০ ওভারের সিরিজ়েও সহ-অধিনায়ক ছিলেন শুভমন গিল। পায়ের চোটের জন্য সিরিজ়ের পঞ্চম ম্যাচ খেলেননি। লখনউয়েও তাঁর খেলার সম্ভাবনা ছিল না। ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেই বাদ দেওয়া হয়েছে। কেন শুভমনের জায়গা হল না? ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এই প্রশ্নে মুখ খুললেন না। তিনি শুধু দু’বার হেসেছেন।

Advertisement

বিশ্বকাপের দল নির্বাচনের পর শনিবারই দিল্লিতে ফেরেন গম্ভীর। কয়েক দিন বাড়িতে থেকে যোগ দেবেন দলের সঙ্গে। সামনে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিল্লি বিমানবন্দরে সাংবাদিকেরা শুভমনের বাদ পড়া নিয়ে প্রশ্ন করেন গম্ভীরকে। ভারতীয় দলের কোচ জানিয়ে দেন, কোনও মন্তব্য করবেন না। দল নির্বাচন সংক্রান্ত কোনও প্রশ্নেই একটি শব্দও উচ্চারণ করেননি গম্ভীর। সোজা নিজের গাড়ির কাছে চলে যান। যদিও তাঁর মুখে ছিল মৃদু হাসি।

শুভমনের পায়ে চোট রয়েছে। বিশ্বকাপের আগে তিনি সম্ভবত ফিট হয়ে যাবেন। তাঁর বাদ পড়ার নেপথ্যে চোটের থেকেও বড় কারণ ফর্মে না থাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা তা জানিয়েও দিয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালে শুভমন ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ২৯১ রান। তাঁর স্ট্রাইক রেট ১৩৭.২৬।

Advertisement

শু‌ভমন বাদ পড়ায় ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর পটেলকে। পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ককে। দলে থাকতে হলে রান করতে হবে। বিশ্বকাপের পর ভারতের সূচিতে রয়েছে কয়েকটি টেস্ট এবং এক দিনের সিরিজ়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার ধাক্কা তার আগে শুভমনকে চেনা ফর্মে ফেরাবে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement