National

টেক অফের মুখে ইন্ডিগো উড়ানের এমার্জেন্সি দরজা খুলে ফেললেন যাত্রী!

একেবারে আকাশে ওড়ার ঠিক প্রাক মুহূর্তেই বিমানের এমার্জেন্সি দরজাটা খুলে ফেললেন এক যাত্রী। ফলে ঝট করে বিমানের গতি কমাতে গিয়ে অসম্ভব জোরে ঝাঁকুনি লাগে যাত্রীদের। তাতে গুরুতর জখম হন এক যাত্রী।যিনি বিমানের এমার্জেন্সি দরজাটা হঠাৎ খুলে ফেলেছিলেন (আসন নম্বর ১২ সি), তীব্র ঝাঁকুনিতে গুরুতর জখম হয়েছেন তাঁর পাশের আসনেরই যাত্রী। তবে বড় রকমের দুর্ঘটনা এড়াতে পেরেছে বিমানটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৬
Share:

মুম্বই বিমানবন্দরে ইন্ডিগোর সেই বিমান।

একেবারে আকাশে ওড়ার ঠিক প্রাক মুহূর্তেই বিমানের এমার্জেন্সি দরজাটা খুলে ফেললেন এক যাত্রী। ফলে ঝট করে বিমানের গতি কমাতে গিয়ে অসম্ভব জোরে ঝাঁকুনি লাগে যাত্রীদের। তাতে গুরুতর জখম হন এক যাত্রী। যিনি বিমানের এমার্জেন্সি দরজাটা হঠাৎ খুলে ফেলেছিলেন (আসন নম্বর ১২ সি), তীব্র ঝাঁকুনিতে গুরুতর জখম হয়েছেন তাঁর পাশের আসনেরই যাত্রী। তবে বড় রকমের দুর্ঘটনা এড়াতে পেরেছে বিমানটি।

Advertisement

মুম্বই বিমানবন্দরে শুক্রবার সকালের ঘটনা। বেসরকারি ‘ইন্ডিগো’ উড়ানে। বিমানটি মুম্বই থেকে যাওয়ার কথা ছিল চন্ডীগড়ে। ওই যাত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে বিমানবন্দর সূত্রের খবর।

আরও পড়ুন- গুগল খুঁজে দেখুন, তাঁর মতো হাসির পাত্র আর পাবেন না: বিদ্রূপ মোদীর

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement