Indore Dancing Cop

ইনদওরের সেই ‘ডান্সিং কপ’ এ বার বিতর্কে! মুম্বইয়ের মহিলাকে কটূক্তির অভিযোগ, বিভাগীয় তদন্তের পর হল পদাবনতিও

অভিযোগ প্রকাশ্যে আসতেই রঞ্জিতের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাঁর ঊর্ধ্বতনেরা। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। শুধু তা-ই নয়, তাঁকে ট্র্যাফিকের কাজ থেকে সরিয়ে রিজ়ার্ভ লাইনে পাঠানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:১৮
Share:

ইনদওরের ‘ড্যান্সিং কপ’। ছবি: সংগৃহীত।

পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো ‘মুনওয়াক’ করে ট্র্যাফিক সামলানোয় ভাইরাল হয়েছিলেন তিনি। তাঁর সেই কৌশল গোটা দেশে চর্চার কেন্দ্রে উঠে এসেছিল। ‘ডান্সিং কপ’ নামেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ইনদওরের সেই ট্র্যাফিক পুলিশ এ বার বিতর্কের কেন্দ্রে। ঝড়ের গতিতে যেমন ভাইরাল হয়েছিল তাঁর ‘মুনওয়াক’, বিতর্কের কেন্দ্রে উঠে আসতেই আবার তাঁকে নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

‘ডান্সিং কপ’-এর আসল নাম রঞ্জিত সিংহ। তিনি ইনদওরের রক্ষিত কেন্দ্রতে ট্র্যাফিক সামলাতেন। সূত্রের খবর, সম্প্রতি তাঁর বিরুদ্ধে এক মহিলাকে সমাজমাধ্যমে উত্ত্যক্ত করা এবং অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে। যা ঘিরে শোরগোল পড়ে যায়। যে মহিলা অভিযোগ তুলেছেন, তিনি মুম্বইয়ের বাসিন্দা।

অভিযোগ প্রকাশ্যে আসতেই রঞ্জিতের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাঁর ঊর্ধ্বতনেরা। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। শুধু তা-ই নয়, তাঁকে ট্র্যাফিকের কাজ থেকে সরিয়ে রিজ়ার্ভ লাইনে পাঠানো হয়। হেড কনস্টেবল থেকে সরিয়ে কনস্টেবল পদে বহাল করা হয়। ২৫ বছরের কর্মজীবনে ১৫০টি পুরস্কার এবং সম্মান পেয়েছেন রঞ্জিত। তিনি প্রশিক্ষণ দিতেন। কিন্তু আচমকা বিতর্কে জড়িয়ে পড়ায় ইনদওরের সেই ‘ডান্সিং কপ’ আবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement