Suspicious Death

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ফিরলেন না ইনদওরের যুবক! উদ্ধার দেহ, তবে এখনও খোঁজ নেই নববধূর

নবদম্পতির খোঁজ না-পাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবার। দিন দুয়েক আগেই মৃত যুবকের ভাই অভিযোগ করেছিলেন, তাঁর দাদা-বৌদিকে অপহরণ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ২১:৩৫
Share:

(বাঁ দিকে) নববধূ সোনম এবং তাঁর স্বামী রাজা রঘুবংশী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নববধূকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে আর ফেরেননি ইনদওরের যুবক! মধ্যপ্রদেশ থেকে মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু দিন কয়েক ধরে তাঁদের কোনও খোঁজ ছিল না। পরিবারের লোকেরা বার বার যোগাযোগ করার চেষ্টা করেও পারেননি। সোমবার ওই যুবকের দেহ উদ্ধার করে মেঘালয় পুলিশ। তবে এখনও নিখোঁজ তাঁর স্ত্রী!

Advertisement

জানা গিয়েছে, গত ১৯ মে ইনদওরের যুবক রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে হয়েছিল। গত ২০ মে স্ত্রীকে নিয়ে মেঘালয়ের উদ্দেশে পাড়ি দেন রাজা। ২৩ মে পৌঁছোন চেরাপুঞ্জিতে। কিন্তু তার পর থেকে আর কোনও খোঁজ ছিল না ওই নবদম্পতির। ইনদওরের ডেপুটি পুলিশ কমিশনার (অপরাধ) রাজেশকুমার ত্রিপাঠী বলেন, ‘‘সোমবার মেঘালয় পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করেছে। দেহটি যে রাজা রঘুবংশীর তা নিশ্চিত করেছেন তাঁর ভাই বিপিন। তবে কী ভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই বিষয়টি পরিষ্কার হবে।’’

নবদম্পতির খোঁজ না-পাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবার। দিন দুয়েক আগেই রাজার আর এক ভাই সচিন রঘুবংশী অভিযোগ করেছিলেন, তাঁর দাদা-বৌদিকে অপহরণ করা হয়েছে। তাঁদের খোঁজের জন্য সেনার সাহায্যেরও দাবি জানিয়েছিলেন তিনি।

Advertisement

সোমবার রাজার দেহ উদ্ধার হলেও তাঁর স্ত্রী সোনমের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অনুমান, রাজার মতো তাঁকেও কেউ খুন করে ফেলে দিয়েছেন অন্য কোথাও! তবে দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ। মেঘালয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনমের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তাঁদের শেষ কোথায় দেখা গিয়েছিল, কাদের সঙ্গে কথা বলেছেন— সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement