—প্রতিনিধিত্বমূলক চিত্র।
আট দিন পর পুত্রের বিয়ে। সেই কারণেই আত্মীয়, পরিচিতদের বাড়ি বাড়ি বিয়ের কার্ড বিলিতে ব্যস্ত ছিলেন দম্পতি। রবিবার এক আত্মীয়ের বাড়িতে পুত্রের বিয়ের কার্ড দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। গাড়ির ধাক্কায় ছিটকে যায় তাঁদের বাইক। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তেজপাল সিংহ জানান, রবিবার রাতে খুব সিংহ নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ওই দম্পতি গিয়েছিলেন পুত্রের বিয়ের কার্ড বিলি করতে। নাগিনা-ধামপুর সড়কের উপর দিয়ে ফেরার পথে একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। রাস্তার এক পাশে ছিটকে পড়েন ওই দম্পতি।
ঘটনাটি নজরে আসতে তড়িঘড়ি স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় দু’জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।