Caste survey

আমরা কোনও পিছিয়ে পড়া জাতিভুক্ত নই! ‘জাতি সমীক্ষা’য় অংশই নিলেন না ইনফোসিস কর্তা নারায়ণ ও সুধা মূর্তি

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে ইনফোসিস কর্তার বাড়িতে গিয়েছিলেন সমীক্ষকেরা। দাবি, সেই সময় সমীক্ষকদের নারায়ণ এবং সুধা জানিয়েছিলেন, তাঁরা এই ধরনের কোনও সমীক্ষায় অংশ নেবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৯:৫২
Share:

(বাঁ দিকে) নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তি (ডান কপি)। —ফাইল চিত্র।

‘জাতি সমীক্ষা’য় অংশই নিলেন না ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তি। জানিয়ে দিলেন, তাঁরা কোনও পিছিয়ে পড়া জাতির অন্তর্গত নন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে ইনফোসিস কর্তার বাড়িতে গিয়েছিলেন সমীক্ষকেরা। দাবি, সেই সময় সমীক্ষকদের নারায়ণ এবং সুধা জানিয়েছিলেন, তাঁরা এই ধরনের কোনও সমীক্ষায় অংশ নেবেন না। এ বিষয়ে তাঁরা সমীক্ষকদের লিখিতও দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘কিছু ব্যক্তিগত কারণে আমরা এই সমীক্ষায় অংশ নিতে পারলাম না।’’

পাশাপাশি পরে সুধাও বলেছেন, ‘‘আমরা কোনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নই। সেই কারণে এই ধরনের সরকারি সমীক্ষায় অংশ নেব না।’’

Advertisement

এই সমীক্ষা চালাচ্ছে কর্নাটকের পিছিয়ে পড়া শ্রেণি কমিশন। শুরু হয়েছে গত ২২ সেপ্টেম্বর। শেষ হওয়ার কথা ছিল ৭ অক্টোবর। পরে সময়সীমা বাড়ানো হয়েছে। বাড়িয়ে ১৮ অক্টোবর করা হয়েছে। মূলত শিক্ষক-শিক্ষিকারাই এই সমীক্ষা চালাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement