Rape case

Rape case: মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ‘শাস্তি’, দিল্লিতে তরুণীর মুখে দেওয়া হল কালি

রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন নির্যাতিতা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১২:০০
Share:

ছবি : সংগৃহীত।

মন্ত্রীপুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী। বদলে তাঁকেই সর্বসমক্ষে ‘শাস্তি’ দেওয়া হল। খাস রাজধানীর শাহিনবাগে শনিবার ঘটনাটি ঘটেছে। দিল্লির রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিলেন ওই নির্যাতিতা। তাঁর মুখে কালির মতো দেখতে রাসায়নিক ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় বিধ্বস্ত ওই তরুণী এখন এমস-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

Advertisement

২৩ বছরের ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেছিলেন রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে। সেই সূত্রে শুক্রবারই রোহিতকে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তবে ধর্ষণের অভিযোগ সত্ত্বেও রোহিতকে গ্রেফতার করা যায়নি। কারণ, আগেই এই মামলায় রোহিতকে আগাম জামিন দিয়ে রেখেছিল আদালত। বিজেপির অভিযোগ, মন্ত্রীর ছেলে হওয়ায় মামলাটি চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালবীয় এ ব্যাপারে একটি টুইট করে জানতে চেয়েছেন, ‘এখন কংগ্রেসের দুই নেতা এবং নেত্রী রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর দেখা নেই কেন!’

বস্তুত, বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশে হওয়া একের পর এক ধর্ষণের ঘটনায় প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশে পৌঁছে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বহু বার। অমিতের দাবি, এই ঘটনাটিও ধর্ষণের। আর তাতে অভিযুক্ত খোদ কংগ্রেসেরই মন্ত্রী। তবে রাহুল বা প্রিয়ঙ্কা এখন নীরব কেন?

Advertisement

শনিবারের ওই ঘটনায় চিকিৎসাধীন তরুণীর মুখে কালি ছেটানোর ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। প্রসঙ্গত, ২৩ বছরের ওই তরুণীকে গত এক বছর ধরে কংগ্রেসের মন্ত্রীপুত্র দিল্লি এবং রাজস্থানে বহু বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পুলিশকে তিনি জানিয়েছেন, রোহিত তাঁকে খুনের হুমকি দিয়েছেন। ধর্ষণের অভিযোগের কথা জানাতেই রোহিত তাঁকে তাঁর মন্ত্রী-বাবার ক্ষমতার কথা জানিয়ে বলেন, ‘‘অভিযোগ করলে নির্যাতিতাকে হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন