টিকটিকির পর এ বার এয়ার ইন্ডিয়ার খাবারে মিলল মাছি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। কখনও ভিভিআইপি নেতার জন্য অন্য যাত্রীদের অসুবিধা করে দীর্ঘ ক্ষণ বিমান দাঁড় করিয়ে রাখার অভিযোগ। কখনও বা যাত্রীদের খাবারে আস্ত টিকটিকি মেলার ঘটনা। তবে এ বার টিকটিকি নয়, এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উড়ানের খাবারে মাছি পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ১৯:২৫
Share:

বিতর্ক যেন পিছু ছাড়ছে না সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। কখনও ভিভিআইপি নেতার জন্য অন্য যাত্রীদের অসুবিধা করে দীর্ঘ ক্ষণ বিমান দাঁড় করিয়ে রাখার অভিযোগ। কখনও বা যাত্রীদের খাবারে আস্ত টিকটিকি মেলার ঘটনা। তবে এ বার টিকটিকি নয়, এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উড়ানের খাবারে মাছি পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

Advertisement

বিমান সংস্থা সূত্রে খবর, শুক্রবার কলকাতা থেকে কাঠমান্ডুগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যাত্রীদের সরবরাহকারী খাবারে মাছি থাকার অভিযোগ করেন এক যাত্রী। যদিও ওই গুরুতর অভইযোগ সত্ত্বেও খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো যায়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

কী ঘটেছিল?

Advertisement

ওই দিন বিমানের এক যাত্রী খাবারের অর্ডার দেন। তাঁর অভিযোগ, অর্ডার দেওয়া খাবারে মাছি মিলেছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে অবশ্য এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ওই যাত্রী মাছি থাকা খাবারটি তাঁদের ফেরত দিতে অস্বীকার করেন। তাই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা যায়নি। ফলে অভিযোগের সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

গত জুনেই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যাত্রীদের খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে লন্ডনগামী একটি বিমানে। সে বারও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিমান সংস্থাটি। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলে চাপে পড়ে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরে সংস্থার তরফে জানানো হয় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। এমনকী, এর পিছনে চক্রান্তও থাকতে পারে বলে অভিযোগ করে সংস্থাটি।

এ বারের মতো সে বারেও খাবারে টিকটিকি থাকার কোনও অভিযোগ বিমানের যাত্রীরা তাঁদের অফিসে জানাননি বলে দাবি করে সংস্থাটি। শুধু অভিযোগ অস্বীকার করাই নয়, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে সন্দেহ এয়ার ইন্ডিয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন