National news

বরফের স্তূপ বানিয়ে গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন বাস্তবের ফুংসু

আরও নাম ছড়াল ফুংসু ওয়াংরুর। ফুংসু ওয়াংরুর-কে মনে নেই! থ্রি ইডিয়টস‌্-র সেই ইডিয়ট, যে কি না প্রথাগত শিক্ষার বাইয়ে গিয়ে বিজ্ঞানের খেলায় ভরিয়ে দিয়েছিলেন একটা গোটা গ্রাম। যে চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ১৮:৩৮
Share:

সোনম ওয়াংচুক

আরও নাম ছড়াল ফুংসু ওয়াংরুর। ফুংসু ওয়াংরুর-কে মনে নেই! থ্রি ইডিয়টস‌্-র সেই ইডিয়ট, যে কি না প্রথাগত শিক্ষার বাইয়ে গিয়ে বিজ্ঞানের খেলায় ভরিয়ে দিয়েছিলেন একটা গোটা গ্রাম। যে চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। লাদাখের সেই ফুংসুর বাস্তবে নাম সোনম ওয়াংচুক। তাঁর জীবনের উপরে ভিত্তি করেই থ্রি-ইডিয়টস‌্-এ ফুংসু ওয়াংরু চরিত্রটি তৈরি। জলের যোগানের জন্য বরফের স্তূপ বানানোয় ২০১৬ সালের রোলেক্স অ্যাওয়ার্ড পেলেন ওয়াংচুক।

Advertisement

৫০ বছরের এই লাদাখের ইঞ্জিনিয়ার দীর্ঘ দিন ধরেই শুষ্ক আবহাওয়ায় চাষাবাদের জলের যোগানের জন্য চেষ্টা চালাচ্ছেন। প্রতি বছরই সাড়ে তিন হাজার মিটার উচ্চতায় কুনলান এবং হিমালয়ের মাঝের অংশে গরমের সময় জল সঙ্কট দেখা যায়। যার প্রভাব পড়ত ওই অঞ্চলের জনবসতির উপরেও। ওয়াংচুক লক্ষ্য করেন শুধুমাত্র জলের সমস্যার সমাধান করা গেলেই লাভবান হবেন এলাকাবাসীরা। কিন্তু কী ভাবে এই অংশে জলের যোগান বাড়ানো যায় তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। পরে ঠিক করেন হিমবাহের জলকে ধরেই একটা বরফের স্তূপ বানাবেন। কাজটা অবশ্য ততটা সহজ ছিল না। এর জন্য তাঁকে তৈরি করতে হয়েছে উন্নত প্রযুক্তির এক সিস্টেম। যা দিয়েই এই নকল হিমবাহ তৈরি করা হয়েছে। গ্রীষ্মকালে ধীরে ধীরে সেই স্তূপ গলেই জলের যোগান হবে। এই ভাবে লাদাখে এখনও পর্যন্ত ৩০ মিটার উচ্চতার মোট ২০টি স্তূপ বানিয়েছেন তিনি। গ্রামবাসীদের দান করা মোট ৬৫ হেক্টর জমির উপরে এই কাজ করছেন ওয়াংচুক।

আরও পড়ুন: ডেঙ্গুর টিকা থেকে এ বার ছড়াচ্ছে ভয়ঙ্কর জিকা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন