Ghaziabad

ভিন্‌ ধর্মে বিয়ে, হামলা চালাল বিজেপি কর্মী-সমর্থকরা!

রাজস্থানের পর এ বার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। ফের প্রকাশ্যে এল ‘লভ জিহাদ’-এর ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

গাজিয়াবাদ শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ১৮:১৮
Share:

প্রতীকী ছবি।

ছেলে-মেয়ে দু’জনই প্রাপ্তবয়স্ক। বিয়েতে সম্মতি ছিল দুই পরিবারের। সেই মতো বিয়ের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

Advertisement

কিন্তু, তাতে বাধ সাধলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিয়ে বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ দেখালেন তাঁরা। রাজস্থানের পর এ বার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। ফের প্রকাশ্যে এল ‘লভ জিহাদ’-এর ঘটনা।

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

হিন্দুস্তান টাইমসের খবর, পেশায় চিকিত্সক রাজনগরের এক তরুণী তাঁর সহপাঠী যুবকের সঙ্গে আদালতে গিয়ে রেজিস্ট্রি বিয়ে করেন। যুবক একটি বহুজাতিক সংস্থার পদস্থ কর্মী। দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরেই ভালবাসার সম্পর্ক ছিল। দু’জনের পরিবারও এই বিয়েতে সম্মতিতে দিয়েছে।

বিয়ের পর মেয়ের বাড়ির পক্ষ থেকে শুক্রবার অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়। ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু ধর্মের। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপির কর্মী-সমর্থকরা তুলে কনের বাড়ির সামনে জমায়েত হয়। বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পড়ুন: নির্বাচনের পর ফের গুজরাতে রাহুল, পুজো দিলেন সোমনাথ মন্দিরে

প্রথমে কনের পরিবারের লোকজন বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এতে বিক্ষোভকারীরা দমেননি।

পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠতে থাকে। বাড়তে থাকে ভিড়। শেষে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন