Iran-Israel Conflict

ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান, এক হাজার পড়ুয়া ফিরছেন দেশে, শুক্রবার রাতে দিল্লিতে নামবে প্রথম বিমান

ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করবে। শনিবার সকাল এবং সন্ধ্যায় আরও দু’টি বিমানে চেপে দেশে ফিরবেন ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৮:৫৯
Share:

দেশে ফেরার প্রতীক্ষায় ভারতীয় পড়ুয়ারা। — ফাইল চিত্র।

ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল যুদ্ধবিধ্বস্ত ইরান। সে দেশে আটকে রয়েছেন অন্তত এক হাজার ভারতীয় পড়ুয়া। শুক্র এবং শনিবার, এই দু’দিনে বিমানে চাপিয়ে ইরান থেকে তাঁদের দেশে ফেরানো হবে বলে খবর। কেন্দ্রীয় সরকারের এই অভিযানের নাম ‘অপারেশন সিন্ধু’। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করবে। শনিবার সকাল এবং সন্ধ্যায় আরও দু’টি বিমানে চেপে দেশে ফিরবেন ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা।

Advertisement

গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইজ়রায়েল। ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ে তারা। ওই রাত থেকে ইজরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দুই দেশের সংঘাতের আবহে আকাশসীমা বন্ধ করেছে তেহরান। এর মধ্যে ভারতীয় পড়ুয়াদের ‘বিশেষ করিডর’-এর মাধ্যমে দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিকে অনুমতি দিয়েছে তারা।

ইরান থেকে ভারতীয়দের বার করে আনতে বুধবার ‘অপারেশন সিন্ধু’ শুরু করে নয়াদিল্লি। ওই দিন বিবৃতি দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, ওই সময়ের মধ্যে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বার করে আনা হয়েছে। ‘অপারেশন সিন্ধু’র প্রাথমিক পর্যায়ে, ইরানের উত্তর প্রান্ত থেকে ওই ১১০ জন পড়ুয়াকে ভারতে ফেরানো হয়। তাঁদের সঙ্গে যোগাযোগ করেন ইরানে ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার তাঁদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে পড়ুয়াদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। তাঁদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে পড়ুয়ারা দিল্লির উদ্দেশে রওনা দেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেয় তারা। ইরানে প্রায় চার হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে অর্ধেকই পড়ুয়া। এ বার তাঁদের দেশে ফেরানোর অভিযান চালাচ্ছে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement