আইএসসিতে দেশের মধ্যে প্রথম কলকাতার অনন্যা

আইএসসি (দ্বাদশ শ্রেণি)তে দেশের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের অনন্যা মাইতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ১৬:১৮
Share:

আইএসসি’র ফল প্রকাশিত। ছবি: পিটিআই।

ফের নারী শক্তির জয়জয়কার। এ বার সর্বভারতীয় স্তরেও সেরার শিরোপা ছিনিয়ে নিলেন এক বঙ্গ তনয়া, অনন্যা মাইতি। আইএসসি (দ্বাদশ শ্রেণি)তে দেশের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের ওই ছাত্রী।

Advertisement

শুধু তাই নয়, এ দিন আইসিএসই (দশম শ্রেণি)-রও ফল প্রকাশিত হয়েছে। বারাসত অক্সিলিয়াম কনভেন্টের ছাত্রী দেবশ্রী পাল সর্বভারতীয় ওই পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। গত শনিবারই এ রাজ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। তাতে প্রথম হয়েছিলেন বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের ছাত্রী অন্বেষা পাইন। রবিবার সিবিএসই-র ফল প্রকাশিত হয়েছে। সেখানেও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছিল মেয়েরাই। সোমবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হতেই দেখা যায়, সেখানেও এগিয়ে মেয়েরাই।

মায়ের সঙ্গে আইসিএসসি পরীক্ষায় দ্বিতীয় দেবশ্রী পাল। নিজস্ব চিত্র।

Advertisement

আইএসসিতে ৯৯.৫০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন অনন্যা। হেরিটেজ স্কুলে অনন্যা চতুর্থ শ্রেণিতে এসে ভর্তি হয়। বাবা চিকিত্সক হওয়ায় তাঁর পেশাগত কারণে এর আগে অনন্যারা ইংল্যান্ডে থাকতেন। এ দিন ফল প্রকাশের সময় তিনি ট্রেনে ছিলেন। সপরিবার শান্তিনিকেতন তেকে ফিরছিলেন। ট্রেন থেকেই জানালেন, এই ফলে তিনি ভীষণ খুশি। ফল ভাল হবে বলে আশা ছিল। তবে প্রথম হবেন, সেটা এক বারও ভাবেননি। ট্রেন থেকে নেমেই তিনি সোজা স্কুলে যাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্য আইএএস, ক্যানসারকে হারিয়ে সোনার পদক এই দৃষ্টিহীন মেয়ের

আইসিএসইতে ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে পুণের হেরিটেজ হাই স্কুলের মুশকান আবদুল্লা পাঠান এবং বেঙ্গালুরুর সেন্ট পল ইংলিশ স্কুলের অশ্বিন রাও। দ্বিতীয় হয়েছে বারাসত অক্সিলিয়াম কনভেন্টের ছাত্রী দেবশ্রী পাল। আইএসসিতে দ্বিতীয় হয়েছেন চার ছাত্রছাত্রী। তার মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র দেবেশ লাখোটিয়া রয়েছেন। অন্য তিন পড়ুয়া লখনউয়ের আয়ূষ শ্রীবাস্তব, মুম্বইয়ের হৃষিতা ধারিওয়াল এবং গুড়গাঁওয়ের কীর্তন শ্রীকান্ত। তৃতীয় স্থানেও এ রাজ্যের দুই ছাত্র রয়েছেন। তাঁরা হলেন, কলকাতার সেন্ট জেভিয়ার্সের অনন্ত কোঠারি এবং সৌগত চৌধুরী।

এ বছর আইএসসিতে পাশের হার ৯৬.৪৭ শতাংশ। অন্য দিকে, আইসিএসইতে পাশের হার ৯৮.৫৩ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন