ভারতে ব্যর্থ আইএস, দাবি করলেন রাজনাথ

রাজনাথের সাংবাদিক বৈঠকে উঠে এসেছে মাওবাদীদের কথাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার তুলনায় মাওবাদী হামলা ২৫ শতাংশ কমেছে।গত তিন বছরে মাওবাদী হামলায় মৃত্যুও ৪২ শতাংশ কমেছে বলে দাবি করেছেন রাজনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৩:৫৫
Share:

ভারতে বহু মুসলিমের বাস। তবুও জঙ্গি সংগঠন আইএস এই দেশে কোনও রকম প্রভাব ফেলতে পারেনি বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। শনিবার নরেন্দ্র মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে নিজের দফতরের সাফল্য তুলে ধরেন রাজনাথ। বলেন, ‘‘মুসলিম জনসংখ্যার নিরিখে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও আইএস এখানে দাঁত ফোটাতে পারেনি।’’

Advertisement

এই ‘সাফল্যের’ কারণ কী? রাজনাথ জানান, সন্ত্রাসবাদী কাজকর্ম ঠেকাতে সরকার বদ্ধপরিকর। তারই অঙ্গ হিসেবে আইএস কর্মী-সমর্থক এবং তাদের প্রতি সহানুভূতিশীল—সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। পাঁচ ইন্ডিয়ান
মুজাহিদিন জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এই সব কারণে জঙ্গিদের কোমর ভেঙে গিয়েছে।

রাজনাথের সাংবাদিক বৈঠকে উঠে এসেছে মাওবাদীদের কথাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার তুলনায় মাওবাদী হামলা ২৫ শতাংশ কমেছে। গত তিন বছরে মাওবাদী হামলায় মৃত্যুও ৪২ শতাংশ কমেছে বলে দাবি করেছেন রাজনাথ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement