Satellite CMS-03

ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ রবিবার মহাকাশে যাবে! ওজন ৪০০০ কেজি, কক্ষপথে পৌঁছে দেবে ‘বাহুবলী’ রকেট

এলভিএম৩-এম৫ রকেটে করে মহাকাশে পাড়ি দেবে সে। চার হাজার কেজিরও বেশি ওজনের উপগ্রহকে উৎক্ষেপণ করবে বলে এই রকেটকে ‘বাহুবলী’ নাম দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৮:০৬
Share:

এলভিএম৩-এম৫ রকেটে করে মহাকাশে পাড়ি দেবে উপগ্রহ সিএমএস-০৩। ছবি: সংগৃহীত।

যোগাযোগের জন্য উপগ্রহ উৎক্ষেপণ করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে ৪,৪১০ কেজির উপগ্রহ সিএমএস-০৩। এর আগে এত ওজনের উপগ্রহ মহাকাশে পাঠায়নি ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে, ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে। এলভিএম৩-এম৫ রকেটে করে মহাকাশে পাড়ি দেবে সে। চার হাজার কেজিরও বেশি ওজনের উপগ্রহকে উৎক্ষেপণ করবে বলে এই রকেটকে ‘বাহুবলী’ নাম দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

Advertisement

ইসরোর তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে এলভিএম৩-এম৫ রকেটে চাপিয়ে উৎক্ষেপণ করা হবে উপগ্রহ। এলভিএম৩-এম৫ রকেট হল ইসরোর পঞ্চম সক্রিয় ফ্লাইট। এর দৈর্ঘ্য হল ৪৩.৫ মিটার।

এর আগে ২০১৮ সালের ৫ ডিসেম্বর জিস্যাট-১১। এখনও পর্যন্ত ওটাই ছিল সবচেয়ে ভারী উপগ্রহ। ফ্রেঞ্চ গুয়ানার কুরো থেকে ওই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল। আরিয়ানে-৫ ভিএ-২৪৬ রকেটে চাপিয়ে। ওই জিস্যাট-১১-এর ওজন ছিল ৫,৮৫৪ কেজি।

Advertisement

ইসরো জানিয়েছে, রবিবার যে সিএমএস-০৩ উপগ্রহ উৎক্ষেপণ করা হবে, তা মহাসাগরের বিস্তৃত এলাকার তথ্য দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement