National News

মহাকাশে পাড়ি দিল জিস্যাট-১৭

দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে এর আগে ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ইসরো। এই কেন্দ্রটি ১৯৮১ সাল থেকে ব্যবহার করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৩:১৩
Share:

কক্ষপথে জিস্যাট-১৭। ছবি: এএফপি।

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে মহাকাশে জিস্যাট-১৭ উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

Advertisement

বুধবার ভারতীয় সময় রাত ২টা ২৯ মিনিটে ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ রকেটে চাপিয়ে তা কক্ষপথে ছাড়া হয়। ইসরোর ভাণ্ডারে এর আগেই ১৭টি কমিউনিকেশন স্যাটেলাইট ছিল। তবে সেই তালিকায় নবতম সংযোজন ৩ হাজার ৪৭৭ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি।

আরও পড়ুন

Advertisement

সিকিম সীমান্তে গোপন ঘাঁটি তৈরির চেষ্টা আটকে দেওয়ায় গর্জন শুরু চিনের

দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে এর আগে ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ইসরো। এই কেন্দ্রটি ১৯৮১ সাল থেকে ব্যবহার করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, জিস্যাট-১৭ স্যাটেলাইটটি সিওসিনক্রোনাইজড ট্রানস্ফার অরবিট-এ উৎক্ষেপণ করা হবে। ‘সি’, ‘এক্সটেন্ডেড সি’ এবং ‘এস’ ব্যান্ডের পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতেই তা কাজ করবে। সে ভাবেই এটি ডিজাইন করা হয়েছে।

উৎক্ষেপণের পর কর্নাটকের হাসানে ইসরোর মাস্টার কন্ট্রোল ফেসিলিটি (এমসিএফ) থেকে এই উপগ্রহটি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন