Goa

গ্যাংস্টারের সঙ্গে ছবি তুললেন, নাচলেন খুশিতে! জেলমুক্তি উদ্‌যাপন করে বিপাকে গোয়ার কারাগারের ওয়ার্ডেন

গত বছর দক্ষিণ গোয়ায় গ্যাংওয়ারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন ওই গ্যাংস্টার। তার পরে তাঁর ঠাঁই হয় গোয়ার কোলভালের কেন্দ্রীয় কারাগারে। তবে সম্প্রতি নিম্ন আদালতে জামিন পান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৪০
Share:

একই ফ্রেমে গ্যাংস্টার অমোঘ নায়েক এবং জেলের ওয়ার্ডেন লক্ষ্মণ পাডলোস্কার! ছবি: সংগৃহীত।

প্রায় এক বছর জেল খাটার পর জামিনে বাইরে বেরিয়েছেন। আর সেই খুশিতে সঙ্গীদের নিয়ে উদ্‌যাপনে মাতেন গোয়ার গ্যাংস্টার অমোঘ নায়েক। সেই আনন্দে শামিল হয়ে বিপাকে পড়লেন গোয়ার কেন্দ্রীয় কারাগারের ওয়ার্ডেন লক্ষ্মণ পাডলোস্কার! তাঁকে সাসপেন্ড (নিলম্বিত) করল গোয়ার কারা দফতর।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োয় একই ফ্রেমে দেখা গিয়েছে অমোঘ এবং লক্ষ্মণকে। ভিডিয়োয় একসঙ্গে বেশ কয়েক জনকে নাচানাচি করতে দেখা যাচ্ছে। সেখানেই লক্ষ্মণ বোতল থেকে কিছু তরল (সম্ভবত মদ) ছিটিয়ে দিচ্ছেন অমোঘের গায়ে। পরে লক্ষ্মণের কাঁধে একটি হাত রেখে ছবি তুলতেও দেখা গিয়েছে অমোঘকে। আতশবাজি পুড়িয়ে উল্লাসে মেতেছেন সকলে!

ভিডিয়োটি নজরে আসতে নড়েচড়ে বসে প্রশাসন। কী ভাবে পুলিশকর্মী হয়ে একজন অভিযুক্তের সঙ্গে এ ভাবে উল্লাস করলেন লক্ষ্মণ, প্রশ্ন ওঠে। পুলিশ সুপার (জেল) সুচেতা দেশাই জানান, ওই ওয়ার্ডেনকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কারা দফতর।

Advertisement

গত বছর দক্ষিণ গোয়ায় গ্যাংওয়ারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন অমোঘ। তার পরে তাঁর ঠাঁই হয় গোয়ার কোলভালের কেন্দ্রীয় কারাগারে। তবে সম্প্রতি নিম্ন আদালতে জামিন পান তিনি। জামিনের পর জেল থেকে বেরিয়েই ‘উৎসবে’ মাতেন অমোঘ। আর তাঁকে সঙ্গ দিয়ে প্রশ্নের মুখে পড়লেন সেই কারাগারের ওয়ার্ডেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement