সাজাপ্রাপ্ত দুই কয়েদি বেআইনি ভাবে জেলের বাইরে গিয়ে হাতে নাতে ধরা পড়ল। অভিযোগ, জেলারের ব্যক্তিগত কাজে ধলাইয়ের কমলপুর জেলের দুই কয়েদিকে জেলের বাইরে পাঠানো হয়েছিল।
Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০২:৩১
Share:
সাজাপ্রাপ্ত দুই কয়েদি বেআইনি ভাবে জেলের বাইরে গিয়ে হাতে নাতে ধরা পড়ল। অভিযোগ, জেলারের ব্যক্তিগত কাজে ধলাইয়ের কমলপুর জেলের দুই কয়েদিকে জেলের বাইরে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, এই ঘটনার ব্যাখ্যা চেয়ে জেলার সঞ্জীব দেববর্মাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।