Omar Abdullah Skiing

গুলমার্গে পর্যটকদের সঙ্গে স্কি করলেন মুখ্যমন্ত্রী ওমর! পহেলগাঁও-পরবর্তী কাশ্মীরে পর্যটনশিল্পে গতি আনার চেষ্টা?

জম্মু ও কাশ্মীরের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে পর্যটনের উপরে। গত বছর পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পরে ধাক্কা খায় জম্মু ও কাশ্মীরের পর্যটন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩৯
Share:

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ছবি: সংগৃহীত।

জম্মু ও কাশ্মীরের গুলমার্গে পর্যটকদের সঙ্গে স্কি করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। রবিবার গুলমার্গে উন্নয়নমূলক কাজকর্ম কী গতিতে চলছে, তা খতিয়ে দেখতে গিয়েছিলেন ওমর। সেই কাজের ফাঁকেই স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সঙ্গে তিনিও স্কি করেন গুলমার্গের বরফে।

Advertisement

জম্মু ও কাশ্মীরের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে পর্যটনের উপরে। গত বছর পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পরে ধাক্কা খায় জম্মু ও কাশ্মীরের পর্যটন। নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় বন্ধ করে রাখতে হয় বিভিন্ন পর্যটনস্থল। পরবর্তী সময়ে সেগুলি আবার চালু হয়েছে। পহেলগাঁওকাণ্ড-পরবর্তী সময়ে পর্যটকদের কাশ্মীর ভ্রমণে যাওয়ার জন্য অতীতে বিভিন্ন সময়ে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ওমর। তবে জঙ্গি কার্যকলাপ পুরোপুরি বন্ধ হয়নি সেখানে। সম্প্রতি কিশ্তওয়ারেও জঙ্গিদের খোঁজে টানা কয়েক দিন ধরে অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। অনেকে মনে করছেন, এ অবস্থায় নিজে গুলমার্গে স্কি করে পর্যটকদের আরও বেশি কাশ্মীরমুখী করার চেষ্টা করলেন ওমর।

স্কি করার পরে ওমর বলেন, “এই এলাকায় (সরকারি) কাজকর্ম নিয়ে কিছু অভিযোগ পেয়েছিলাম। সেগুলিও দেখতে এসেছিলাম। মূলত বরফ সরানো, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অভিযোগ ছিল কিছু।” এর পরেই তিনি বলেন, “পর্যটন থেকে আমাদের অনেক সুবিধা হয়। এত দিন বরফ পড়ছিল না এখানে। অনেকে বরফের অপেক্ষা করছিলেন। এখন পর্যটকেরা আসতে শুরু করেছেন। এই বরফ না পড়লে গরমকালে জলেরও খুব সমস্যা হত।” পর্যটন যে জম্মু ও কাশ্মীরের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা রবিবার ফের স্পষ্ট হয় ওমরের কথায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement