Amarnath Yatra 2025

একা নয়, দল বেঁধে যান! অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের জন্য জোড়া পরামর্শ জম্মু-কাশ্মীর পুলিশের

আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে কাশ্মীরে। চলবে ৯ অগস্ট পর্যন্ত। সেই যাত্রায় যেতে ইচ্ছুক পুণ্যার্থীদের জন্য সতর্কতা জারি করল জম্মু ও কাশ্মীর পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৯:১৪
Share:

অমরনাথ যাত্রার আগে কড়া নিরাপত্তা জম্মু-কাশ্মীরে। —ফাইল চিত্র।

দিন কয়েক পরেই শুরু হবে অমরনাথ যাত্রা। পুণ্যার্থীরা রওনা দেবেন অমরনাথের উদ্দেশে। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর এই অমরনাথ যাত্রা নিয়ে আরও বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। বাড়তি নিরাপত্তাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এ বার পুণ্যার্থীদের জন্য কিছু উল্লেখযোগ্য পরামর্শ দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। যাত্রার সময় একা একা নয়, দলের সঙ্গে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার জঙ্গলে ঘেরা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সেই লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। লড়াইয়ের মধ্যেই জম্মু-কাশ্মীর পুলিশ অমরনাথ যাত্রায় যাওয়া পুণ্যার্থীদের জন্য দু’টি পরামর্শ দিল। এক, পুণ্যার্থীদের একা একা অমরনাথ যাত্রায় না-যাওয়ার পরামর্শ। আর দুই, দলগত ভাবে পুণ্যার্থীদের নিরাপত্তা বলয়ের মধ্য থাকতে বলা হয়েছে।

আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে কাশ্মীরে। চলবে ৯ অগস্ট পর্যন্ত। ৩ জুলাইয়ে পুণ্যার্থীদের প্রথম বাসটি ছাড়বে শ্রীনগর থেকে। পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টি নজরে রেখে তার আগে ঢেলে সাজা হচ্ছে নিরাপত্তাব্যবস্থা। তার পোশাকি নাম ‘অপারেশন শিব’। গত ২৯ মে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে মনোজও নিরাপত্তাব্যবস্থার পর্যালোচনা করেছেন।

Advertisement

কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই অমরনাথের যাত্রাপথের থ্রিডি ম্যাপিং সেরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। যাত্রাপথ, বেসক্যাম্প এবং সব ক’টি স্পর্শকাতর এলাকাতেই সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েন থাকবে পুণ্যার্থীদের থাকার জায়গাগুলিতেও। নজরদারির জন্য ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে। এ ছাড়াও বডি স্ক্যানার এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে নজরদারির জন্য। পাশাপাশি নথিভুক্ত পুণ্যার্থীদেরও ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ ট্যাগ দেওয়া হবে, যাতে তাঁদের গতিবিধি নজরে রাখা যায়।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। আর এক জন স্থানীয় বাসিন্দা। সেই ঘটনার পর থেকেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এই আবহে কী ভাবে অমরনাথ যাত্রা কোনও বিশৃঙ্খলা ছাড়া সম্পন্ন করা সম্ভব, সেটাই বড় চ্যালেঞ্জ জম্মু-কাশ্মীরের পুলিশ-প্রশাসনের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement