চন্দ্রশেখর সিংহ। ছবি: সংগৃহীত।
বিহার নির্বাচনের ফলে ভরাডুবি হয়েছে এক কালের ‘ভোটকুশলী’ প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির। একটি আসনেও জয়ী হতে পারেনি প্রশান্তের দল। ফল প্রকাশের পরে শুক্রবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই দলেরই তরাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংহের।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তাঁর ঝুলিতে ছিল মাত্র ২ হাজার ২৭১টি ভোট। তিনি যে কেন্দ্রের প্রার্থী ছিলেন ওই কেন্দ্রে বিজেপির প্রতীকে জয়ী হয়েছেন বিশাল প্রশান্ত। দল সূত্রে খবর, ৩১ অক্টোবর নির্বাচনী প্রচারের সময়ে হৃদ্রোগে আক্রান্ত হন চন্দ্রশেখর। তার পর থেকেই পটনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার ফল প্রকাশের পর বিকেল ৪টা নাগাদ দ্বিতীয় বার হৃদ্রোগে আক্রান্ত হন। তার ফলেই মৃত্যু।
কুড়মুড়ি গ্রামের সম্ভ্রান্ত বাসিন্দা চন্দ্রশেখর ছিলেন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক। প্রশান্তের কাজে অনুপ্রাণিত হয়ে অরাজনৈতিক পরিবার থেকে এসে তিনি যোগ দিয়েছিলেন রাজনৈতিক ময়দানে। এর আগে রাজনীতিতে না থাকলেও এলাকায় যথেষ্ট সম্মান থাকার কারণে তাঁকে প্রার্থী করেছিল জন সুরাজ। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যেরা মৃতদেহ নিয়ে পটনা থেকে তাঁর জন্মস্থান আরার উদ্দেশে রওনা দিয়েছেন। মৃত্যুর খবরে শোকগ্রস্ত চন্দ্রশেখরের গ্রাম। শোকের ছায়া নেমে এসেছে দলেও।