কাশ্মীরে নিহত রাজ্যের জওয়ান

সেনা কনভয়ে হামলার দায় নিয়ে হিজবুল মুজাহিদিনের মুখপাত্র বুরহানুদ্দিন বলেন, ‘‘এই হামলায় জড়িত হিজবুল সদস্যদের নগদ পুরস্কার দেওয়া হয়েছে।’’ জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী স‌ংগঠনগুলি এখন সরাসরি নগদ দিয়ে যুবকদের কাজ করাচ্ছে বলে দীর্ঘ দিন ধরেই দাবি কেন্দ্রের। হিজবুল মুখপাত্রের দাবি সেই দাবিকেই সত্যি প্রমাণ করে দিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৪:০৩
Share:

প্রতীকী ছবি।

কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হানায় নিহত হলেন রাজ্যের দীপক মাইতি-সহ ২ সেনা।

Advertisement

আজ শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপরে কাজিগুন্দে সেনার একটি কনভয়ের উপরে হামলা চালিয়ে পালায় জঙ্গিরা। ঘটনায় আহত চার সেনাকে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা বছর তেতাল্লিশের দীপক মাইতি ও তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ের বাসিন্দা বছর চব্বিশের মনিভান্নান মারা যান। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে সেনা।

সেনা কনভয়ে হামলার দায় নিয়ে হিজবুল মুজাহিদিনের মুখপাত্র বুরহানুদ্দিন বলেন, ‘‘এই হামলায় জড়িত হিজবুল সদস্যদের নগদ পুরস্কার দেওয়া হয়েছে।’’ জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী স‌ংগঠনগুলি এখন সরাসরি নগদ দিয়ে যুবকদের কাজ করাচ্ছে বলে দীর্ঘ দিন ধরেই দাবি কেন্দ্রের। হিজবুল মুখপাত্রের দাবি সেই দাবিকেই সত্যি প্রমাণ করে দিল।

Advertisement

এ দিনই আবার পুঞ্চের দু’টি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাক সেনা। গত কাল গভীর রাত থেকেই পুঞ্চে হামলা চালাচ্ছিল পাক সেনা। আজ সকালে দু’টি সেক্টরে মর্টার হামলা ও গুলিবর্ষণ শুরু করে তারা। সেনার দাবি, কসবা শাহপুর গ্রামে বাড়ির কাছে মর্টারের শেল ফেটে এক মহিলা আহত হয়েছেন। পাক সেনার দাবি, তাত্তা পানি সেক্টরে তাদের হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। সে দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

হিজবুল কম্যান্ডার সবজার বাটের মৃত্যুর পরে কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে উপত্যকায় গিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়ত। গত কাল গভীর রাতে রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে বৈঠক করেন রাওয়ত। রাজভবন সূত্রে খবর, কাশ্মীরে নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন