National news

সম্পূর্ণ সুস্থ জয়া, বাড়ি ফিরবেন শিগগিরই, জানালেন চিকিৎসকেরা

সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। খুব শিঘ্রই রাজনীতিতে সক্রিয় ভাবে অংশ নিতে চলেছেন তিনি। শুক্রবার হাসপাতাল সূত্রে এ কথা জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ১৮:০২
Share:

জয়ললিতা। —ফাইল চিত্র।

সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। খুব শিঘ্রই রাজনীতিতে সক্রিয় ভাবে অংশ নিতে চলেছেন তিনি। শুক্রবার হাসপাতাল সূত্রে এ কথা জানানো হয়েছে।

Advertisement

২২ সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী জয়া। তাঁর স্বাস্থ্য নিয়ে প্রবল জল্পনা ছড়ায় তামিলনাড়ুতে। তাতে ইন্ধন জুগিয়েছিল বিরোধীরাও। মাঝে তাঁর সম্পর্কীয় বিবৃতি দেওয়া বন্ধ করে দিয়েছিল তামিলনাড়ু সরকার ও এডিএমকে-ও। দলে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বও কিছুটা প্রকাশ্যেই শুরু হয়। পরে অবশ্য ফের নেত্রীর স্বাস্থ্যে উন্নতির বিবৃতি দেওয়া শুরু করে দল। গত ২১ অক্টোবর বিবৃতি দিয়ে জানানো হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন জয়া। তবে আরও বেশ কিছু দিন তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।

এ দিন সকালে তাঁর দলের এক বর্ষীয়ান নেতা চিকিৎসকের সঙ্গে কথা বলার পর জানান, তিনি এখন পুরোপুরি সেরে উঠেছেন। ফুসফুসের সংক্রমণ ঠিক হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যে তাঁকে সিসিইউ থেকে জেনারেল বেড-এ সরিয়েও আনা হবে।

Advertisement

আরও পড়ুন: দেশে বৈধ হোক গাঁজা, বিল নিয়ে সংসদে আপ সাংসদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement