National news

চেন্নাইয়ের রাস্তায় জনসমুদ্র, হাই-অ্যালার্টে রাজ্য

জয়ললিতার অসুস্থতার খবর শোনা মাত্র হাসপাতাল চত্বরে দলে দলে ভিড় জমান তাঁর কর্মী-সমর্থকেরা। হাতের বাইরে যেতে শুরু করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। চেন্নাইয়ে হাসপাতালের বাইরে জমায়েত সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি শুরু হয়। কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে ৪৭০টি বাস সার্ভিস বন্ধ করে দেয় কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ১৯:১৫
Share:

‘আম্মা’কে নিয়ে গুজবের জেরে কান্নায় ভেঙে পড়েছেন অনুগামীরা। চেন্নাইয়ে সোমবার। ছবি: পিটিআই।

• জয়ললিতার অসুস্থতার খবর শোনা মাত্র হাসপাতাল চত্বরে দলে দলে ভিড় জমান তাঁর সমর্থকেরা। হাতের বাইরে যেতে শুরু করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement

• চেন্নাইয়ে হাসপাতালের বাইরে জমায়েত সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি শুরু হয়।

• কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে ৪৭০টি বাস সার্ভিস বন্ধ করে দেয় কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন।

Advertisement

• তামিলনাড়ুর সঙ্গে বাস সার্ভিস বন্ধ করে দেয় কেরলও।

রাজ্যজুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়।

• ৫০০০ পুলিশ নামানো হয় তামিলনাড়ু জুড়ে। রাস্তায় নামানো হয় তামিলনাড়ু পুলিশের বিশেষ বাহিনী।

• বেশ কিছু স্কুল ছুটি ঘোষণা করে। অভিভাবকদের জানানো হয়, ছাত্রদের স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে।

• অনেক বেসরকারি সংস্থাও কর্মীদের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেয়।

• সন্ধ্যা ৫টায় জয়ললিতা মারা গিয়েছেন বলে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে।

• খবর শোনা মাত্র এআইএডিএমকে-র কার্যালয় থেকে নামিয়ে আনা হয় দলীয় পতাকা।

• পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। পুলিশ কমিশনার কর্তব্যরত সমস্ত পুলিশ কর্মীদের পরবর্তী কোনও আদেশ না আসা পর্যন্ত স্থির থাকতে বলেছেন।

• পরিস্থিতির আঁচ পেয়ে হাসপাতালের তরফে বক্তব্য রাখা হয়। ঘোষণা করা হয়, জয়ললিতা এখনও জীবনদায়ী ব্যবস্থায় রয়েছেন।

• এআইএডিএমকে পার্টি অফিসের বাইরে ফের দলীয় পতাকা উত্তোলন করা হয়।

• এআইএডিএমকে পার্টি অফিসে দলীয় বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: আম্মা কেমন আছেন? চেন্নাই উত্তাল ‘দুঃসংবাদে’, অ্যাপোলো জানাল ভিত্তিহীন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন