Examination

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার দিন পরিবর্তিত হল

লোকসভা নির্বাচনের ওই দিন সপ্তম দফার ভোটগ্রহণ। সে কারণেই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ২০:৪৯
Share:

পরিবর্তন হল জেইই অ্যাডভান্সড পরীক্ষার দিন। ছবি শাটারস্টকের সৌজন্য।

পাল্টে গেল জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষার দিন। ১৯ মে-র বদলে আগামী ২৭ মে সোমবার ওই পরীক্ষা নেওয়া হবে। লোকসভা নির্বাচনের ওই দিন সপ্তম দফার ভোটগ্রহণ। সে কারণেই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।

Advertisement

এ বছর জেইই অ্যাডভান্সড পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি রুরকি। জেইই মেন পরীক্ষায় সফলরা এই পরীক্ষায় বসতে পারবেন। এই পরীক্ষায় পাশ করলে তবেই দেশের আইআইটি গুলিতে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন।

১৯ মে পরীক্ষা হলে ভোটের জন্য সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। সে জন্যই পরিবর্তন করা হল পরীক্ষা গ্রহণের দিন। এ বছর জেইই মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের ৮, ৯, ১০ ও ১২ তে। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ২০ মার্চ থেকে দেওয়া হবে বলে খবর। পরীক্ষার্থীরা নিজেদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

Advertisement

পরীক্ষা সংক্রান্ত নোটিশ বিশদে জানার জন্য পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পুলওয়ামায় নিহত জওয়ানদের জন্য ৯ হাজার কিলোমিটার সাইকেলে পাড়ি দিলেন এই যুবক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন