রঘুবরের সফর ঘিরে জলঘোলা

মোদী উৎসবে যোগ দিতে আজ, শুক্রবার দুর্গাপুরে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। সেই সফর ঘিরেও বিস্তর জলঘোলা হল। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ভেস্তে দিতে চাইছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০৩:৫৯
Share:

ফাইল চিত্র।

মোদী উৎসবে যোগ দিতে আজ, শুক্রবার দুর্গাপুরে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। সেই সফর ঘিরেও বিস্তর জলঘোলা হল। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ভেস্তে দিতে চাইছে। যদিও নবান্ন জানিয়েছে, রঘুবরের সফরের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

তবে শুধু রঘুবর দাসই নয় আগামী দশ দিনে বিজেপির এক ডজন নেতা রাজ্যের বিভিন্ন প্রান্তে মোদী উৎসবে যোগ দিতে আসছেন। এতে রীতিমতো ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী তারকেশ্বরে এ দিন ফের আক্রমণ করেন পদ্ম-পার্টিকে। তিনি বলেন,‘‘কে কী খাবে, কে কী পরবে তাও আজকাল ওরা ঠিক করে দিচ্ছে! মাত্র ২৯% ভোট পেয়ে একশো শতাংশে উপরে ছড়ি ঘোরাচ্ছে।’’

বিজেপির দাবি, রঘুবর দাসের সফরসূচি আগে থেকেই রাজ্যের জানা ছিল। সেই মতো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জেলা পুলিশের অনুমতি নিয়ে কাজ শুরু করে। তার পরেও স্থানীয় থানা থেকে সেই সংস্থাকে সব কিছু গুটিয়ে নিতে বলা হয়। বৃহস্পতিবার কাজ ছেড়ে তারা চলেও যায়।

Advertisement

এ কথা জেনে এ দিন সন্ধ্যায় ঘটনাস্থলে হাজির হন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘‘যে ভাবে বাবুল সুপ্রিয়র সাংসদ মেলা বন্ধ করে দিয়েছিল প্রশাসন, সে ভাবে এই অনুষ্ঠানও জোর করে বন্ধ করার চেষ্টা হচ্ছিল।’’

স্থানীয় পুলিশের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী। রঘুবরের প্রধান সচিব সঞ্জয় কুমারও বলেন, ‘‘ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। মুখ্যমন্ত্রী যাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement