Jharkhand

Jharkhand: কঙ্গনার গালের চেয়েও মসৃণ রাস্তা বানাব, মন্তব্য ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের

পেশায় চিকিৎসক ইরফান সম্প্রতি বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকা শরীরের পক্ষে ক্ষতিকর।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৭:২৯
Share:

কংগ্রেস বিধায়ক ইরফান এবং অভিনেত্রী কঙ্গনা। ফাইল চিত্র।

হেমা মালিনীর পরে এ বার কঙ্গনা রানাউত। খানাখন্দহীন, মসৃণ রাস্তার উপমায় চলে এল আর এক বলিউড অভিনেত্রীর গাল! ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির ওই বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক।

Advertisement

পেশায় চিকিৎসক ইরফান সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘জামতাড়ায় ১৪টি বিশ্বমানের রাস্তার নির্মাণ শীঘ্রই শুরু হবে। আমি আশ্বাস দিচ্ছি যে রাস্তাগুলি চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের চেয়েও মসৃণ হবে।’’ তাঁর ওই মন্তব্যের ভিডিয়ো সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল বিজেপি-র অভিযোগ কংগ্রেস বিধায়ক মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন।

সম্প্রতি ইরফান বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণে ঠেকাতে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকা শরীরের পক্ষে ক্ষতিকর। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে শরীরে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ঢুকে পড়ার সম্ভাবনা থাকে বলেও দাবি করেন তিনি। ইরফানের ওই মন্তব্যের জেরেও বিতর্ক তৈরি হয়েছিল।

Advertisement

প্রসঙ্গত, ২০০৫ সালে আরজেডি প্রধান লালুপ্রসাদ দাবি করেছিলেন বিহারের রাস্তাগুলিকে হেমা মালিনীর গালের মতো মসৃণ করে দেবেন। সম্প্রতি মহারাষ্ট্রের জোট সরকারের মন্ত্রী তথা শিবসেনা নেতা গুলাবরাও পাটিল দাবি করেন, তাঁর কেন্দ্র ধারনাগাঁওয়ের রাস্তা হেমার গালের মতো মসৃণ করে দিয়েছেন তিনি। মথুরার বিজেপি সাংসদ হেমা এর পর বিষয়টি নিয়ে সরব হন। রাজ্য মহিলা কমিশনের হুঁশিয়ারির মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন গুলাবরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন