কালামের ছবিতে ফুল, বিপাকে মন্ত্রী

হাজারিবাগের সরস্বতী বিদ্যা মন্দিরে স্মার্ট ক্লাসের উদ্বোধন করতে এসে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবিতে ছবিতে ফুল মালা পরিয়ে, তিলক লাগিয়ে দিলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী নীরা যাদব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০২:৫৯
Share:

হাজারিবাগের সরস্বতী বিদ্যা মন্দিরে স্মার্ট ক্লাসের উদ্বোধন করতে এসে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবিতে ছবিতে ফুল মালা পরিয়ে, তিলক লাগিয়ে দিলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী নীরা যাদব। সাধারণত মৃত ব্যক্তির ছবিতেই মালা পরানো হয়। জীবিত ব্যাক্তির ছবিতে মালা পরানো, তিলক লাগানোকে কেন্দ্র করে সেই কারণেই শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের স্মার্ট ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে রাখা ছিল বিবেকানন্দ, ভারতমাতা, ধর্মগুরু রবিশঙ্কর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি। সেখানেই ছবিতে ফুল-তিলক লাগান নীরা। যদিও নীরার সাফাই, ‘‘আব্দুল কালামের ছবিতে মালা আমি পরাইনি। আগে থেকেই পরানো ছিল। আমাদের দেশের যারা স্মরণীয় ব্যাক্তি বা গুরু তাঁদের শ্রদ্ধা জানাতে অনেক সময়ই মালা পড়ানো হয়, তিলক লাগানো হয়। সম্ভবত স্কুলের আয়োজকরা এই উদ্দেশেই প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে মালা পরিয়ে রেখেছিল। আমি শুধু তিলক লাগিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement