Viral

Viral: লাঠি উঁচিয়ে গুঁতোগুঁতি প্রধান শিক্ষক-পিয়নের, ভাইরাল ঝাড়খণ্ডের স্কুলের ছবি

পরস্পরের দিকে কেন তেড়ে গেলেন প্রধান শিক্ষক এবং পিয়ন? এ নিয়েও তর্কের শেষ নেই দু’জনের।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ০১ মে ২০২২ ১১:৪৯
Share:

ছবি: সংগৃহীত।

স্কুলের বারান্দায় একে অপরের দিয়ে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন প্রধান শিক্ষক এবং পিয়ন। চলছে অশ্রাব্য গালিগালাজ, গুঁতোগুঁতি, ধাক্কাধাক্কি। দু’জনের এ হেন কীর্তি দেখতে আশপাশ থেকে উঁকি মারছেন কৌতূহলী শিক্ষক-স্কুলকর্মীরা। শুক্রবার বিহারের পলামু জেলার এই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল।

পরস্পরের দিকে কেন তেড়ে গেলেন প্রধান শিক্ষক এবং পিয়ন? পলামুর মেদিনীনগর এলাকার ওই স্কুলের প্রধান শিক্ষক করুণাশঙ্করের অভিযোগ, ‘‘স্কুলে কখনই সময় মতো হাজিরা দেন না পিয়ন হিমাংশু তিওয়ারি। দেরি করে এসে কিছু ক্ষণ স্কুলে থাকার পর বাড়ি চলে যান।’’

Advertisement

হিমাংশুর যে একেবারেই কাজকর্মে মন নেই, সে দাবিও করেছেন করুণা। তাঁর কথায়, ‘‘স্কুল সাফসুতরো রাখতেও অনীহা হিমাংশুর। এমনকি, বাগানের গাছগাছালিতে জল না দেওয়ায় এই গরমে সেগুলি শুকিয়ে উঠছে।’’

প্রধান শিক্ষকের অভিযোগ মানতে নারাজ হিমাংশু। তাঁর পাল্টা দাবি, ‘‘প্রতি দিন সকাল ৬টায় স্কুলে চলে আসি। তবে পিয়ন বলেই আমাকে এত অসম্মান সইতে হয়।’’ করুণাশঙ্করের বিরুদ্ধে দুর্নীতিও অভিযোগ করেছেন হিমাংশু। তাঁর দাবি, ‘‘প্রধান শিক্ষক তো স্কুলের হস্টেলের ইট-কাঠ-লোহা বিক্রি করে দিয়েছেন!’’

Advertisement

আসল সত্য কী? তা জানা না গেলেও ধস্তাধস্তি, মারপিটের জেরে নাকি মাথা ফেটেছে হিমাংশুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন