‘নিজের সন্তান বিদেশে! অন্যের সন্তানকে জঙ্গি বানাচ্ছেন এই নেতারা’

বন্দুক হাতে উঠিয়ে জেহাদ ঘোষণা করা যদি এতই পুণ্যের কাজ হয়, তা হলে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সন্তানরা কেন এই পুণ্যের কাজ করছেন না? কেন তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মালয়েশিয়া, আমেরিকা, লন্ডনে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ১৬:০৫
Share:

জুনেইদ কুরেশি। ফাইল চিত্র।

বন্দুক হাতে উঠিয়ে জেহাদ ঘোষণা করা যদি এতই পুণ্যের কাজ হয়, তা হলে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সন্তানরা কেন এই পুণ্যের কাজ করছেন না? কেন তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মালয়েশিয়া, আমেরিকা, লন্ডনে? হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পরে যে ভাবে তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর, সংঘর্ষ, গুলিতে যে ভাবে নিরাপত্তাকর্মী এবং সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, সে প্রসঙ্গে বলতে গিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের তুলোধোনা করেছেন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা হাশিম কুরেশির ছেলে জুনেইদ কুরেশি।

Advertisement

জুনেইদ নিজে নেদারল্যান্ডসে থাকেন। তিনি বলেন, “২৬ বছর আগে আমরা বন্দুক নিয়ে জেহাদে নেমেছিলাম, কিন্তু কোনও লাভ হয়নি। শুধু নিরীহ মানুষের প্রাণ গিয়েছে।” কাশ্মীরের ভয়ানক পরিস্থিতি দেখে জুনেইদের মুখে শোনা গিয়েছে আশঙ্কার কথা। তাঁর মতে, কাশ্মীরের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তা এখনই আটকানো দরকার। কাশ্মীরের মানুষের বোঝা উচিত, বন্দুক, সংঘর্ষ, হামলা নয়, আলোচনার মধ্য দিয়েই একমাত্র সমাধানের পথ বেরিয়ে আসবে।

বিচ্ছিন্নতাবাদী নেতাদের এর জন্য কাঠগড়ায় তুলেছেন তিনি। কাশ্মীরের মানুষের কাছে টুইটে এই বার্তাই দিতে চেয়েছেন যে, ওই সব নেতাদের প্ররোচনায় পা না দিয়ে শান্তির পরিবেশ গড়ে তোলার চেষ্টা করুক রাজ্যবাসী। পাশাপাশি, এটাও তাঁদের বুঝতে হবে নেতাদের সন্তানরা বাহল তবিয়তে সুরক্ষিত ভাবে বিদেশে কাটাচ্ছেন, আর বন্দুক হাতে নিয়ে জেহাদ করতে গিয়ে গরিব পরিবারের ছেলেগুলো বেঘোরে প্রাণ দিচ্ছে।

Advertisement

আরও খবর...

ফুটছে কাশ্মীর! হামলায় হত পুলিশকর্মী, মৃতের সংখ্যা বেড়ে ১৭

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন