উমরদের ভাগ্যে কী, জানাতে হবে আজই

পড়ুয়াদের একাংশের অভিযোগ, বিজেপি তথা সঙ্ঘ পরিবার মনে করে, দেশবিরোধী কাজের আখড়ায় পরিণত হয়েছে জেএনইউ ক্যাম্পাস। তাই উমরকে বহিষ্কার করে বার্তা দিতে চায় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০৫:০৬
Share:

ফাইল চিত্র

বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী কাজের অভিযোগে উমর খালিদকে বহিষ্কার ও কানহাইয়া কুমারের জরিমানার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষ। আদালতে যান ছাত্রেরা। জেএনইউ প্রশাসনকে শাস্তি পুনর্বিবেচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামিকালের মধ্যে জানাতে বলেছে আদালত। তার আগে ওই ছাত্রদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। সূত্রের খবর, কর্তৃপক্ষের একাংশ শাস্তির পক্ষে। তবে শিক্ষকদের কেউ কেউ বহিষ্কারের মতো কড়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

Advertisement

সংসদ হামলায় আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে জেএনইউ চত্বরে সভা করে বিতর্কে জড়িয়েছিলেন কানহাইয়া, উমর-সহ একাধিক পড়ুয়া। ২০১৬ সালের ওই ঘটনায় পুলিশের পাশাপাশি অভ্যন্তরীণ তদন্ত করেছিল জেএনইউ। তদন্ত কমিটির রিপোর্টে উমর, কানহাইয়ার শাস্তির পাশাপাশি অন্য পড়ুয়াদের জরিমানার সুপারিশও করা হয়।

পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়ের আপিল কর্তৃপক্ষের কাছে পাঠায় আদালত। কমিটি সাজা বহাল রাখে। ফের দিল্লি হাইকোর্টে যান কানহাইয়া-উমর। তার পরেই আজকের নির্দেশ। পড়ুয়াদের একাংশের অভিযোগ, বিজেপি তথা সঙ্ঘ পরিবার মনে করে, দেশবিরোধী কাজের আখড়ায় পরিণত হয়েছে জেএনইউ ক্যাম্পাস। তাই উমরকে বহিষ্কার করে বার্তা দিতে চায় তারা। এ নিয়ে জেএনইউ-কে চাপ দেওয়া হচ্ছে বলেও পড়ুয়াদের অভিযোগ। সূত্রের দাবি, শীর্ষ কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তনের পক্ষপাতী নন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন