Sedition

Sedition: রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত সাংবাদিক

মুখ খুললেই রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করায় বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা-সংগঠন ক্ষুব্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৬:৫২
Share:

প্রতীকী ছবি।

প্রদীপ দত্তরায়ের পর অনির্বাণ রায়চৌধুরী রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত হলেন। বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ) মুখ্য আহ্বায়ক প্রদীপ আট দিন বন্দি। সাংবাদিক অনির্বাণকে পুলিশ সোমবার ডেকে পাঠিয়েছে। মুখ খুললেই রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করায় বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা-সংগঠন ক্ষুব্ধ।

Advertisement

বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, এ কথা জানিয়ে অসমিয়ায় লেখা প্রতিষেধক সংক্রান্ত একটি হোর্ডিং সরিয়ে নিতে বলেন বিডিএফ নেতা প্রদীপ। হিন্দু যুব পরিষদ তাঁর বিরুদ্ধে দুই ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে হিংসা ছড়ানোর অভিযোগ করে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারা জুড়ে পুলিশ ২৭ নভেম্বর তাঁকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে শুক্রবার রাতে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এই ঘটনা নিয়ে নিজের ওয়েব পোর্টালে সম্পাদকীয় লিখেছিলেন অনির্বাণ। তাঁর প্রশ্ন, বরাকের মানুষ কি মেরুদণ্ডহীন হয়ে গেলেন? অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন (আভা)-র সম্পাদক শান্তনু সূত্রধর এতে অনির্বাণের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছেন থানায়। আজ সকালে তাঁকে সমন পাঠিয়ে সোমবার তদন্তকারী অফিসারের সামনে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। বরাক উপত্যকার ক্ষুব্ধ সাংবাদিকরা জোটবদ্ধ হয়েছেন৷

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন