দিল্লি মেট্রোয় শ্লীলতাহানি সাংবাদিকের

পুলিশ জানিয়েছে, গত সোমবার মধ্য দিল্লির আইটিও মেট্রো স্টেশনে ঢোকার সময়ে ২৫ বছরের এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করে এক ব্যক্তি। মহিলা প্রতিবাদ করে পাল্টা আক্রমণ করতেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০৩:১৩
Share:

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করার অভিযোগে দিল্লিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত সোমবার মধ্য দিল্লির আইটিও মেট্রো স্টেশনে ঢোকার সময়ে ২৫ বছরের এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করে এক ব্যক্তি। মহিলা প্রতিবাদ করে পাল্টা আক্রমণ করতেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। মহিলা ধাওয়া করে এক বার ধরলেও তাঁর হাত ছাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত। মেট্রো স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনাটিই। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়েও পড়েছে।

এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। ডেপুটি পুলিশ কমিশনার পঙ্কজ সিংহ বলেন, ‘‘১৩ নভেম্বর রাতে ঘটনাটি ঘটেছে। মেট্রো স্টেশনে ঢোকার সময় ওই মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করে এক ব্যক্তি। তদন্ত করে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।’’ তিনি জানান, অভিযোগ পেয়েই ছোট ছোট ৫টি দল গড়ে বিভিন্ন জায়গায় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। সিসিটিভি ফুটেজ থেকে তার ছবি নিয়ে বিভিন্ন যাত্রীকে দেখানো হয়। সেই সূত্রে পুলিশ জানতে পারে, ওই আইটিও মেট্রো স্টেশনের বাইরেই রাস্তার উপরে এক চায়ের দোকানে কাজ করে ওই ব্যক্তি। ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement