তরুণীর পিছু  নিয়ে ধৃত দুই মত্ত যুবক

খবর পড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় টেলিভিশন চ্যানেলের এক সঞ্চালিকা। মাঝ রাস্তায় টের পেলেন মোটর বাইকে চেপে তাঁকে ধাওয়া করছে দুই মত্ত যুবক। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকাতেই অশ্লীল অঙ্গভঙ্গি আর গালিগালাজ করতে থাকে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

আগরা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০৪:২০
Share:

রাত তখন আটটা। খবর পড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় টেলিভিশন চ্যানেলের এক সঞ্চালিকা। মাঝ রাস্তায় টের পেলেন মোটর বাইকে চেপে তাঁকে ধাওয়া করছে দুই মত্ত যুবক। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকাতেই অশ্লীল অঙ্গভঙ্গি আর গালিগালাজ করতে থাকে তারা। আগরার ওই ঘটনায় আতঙ্কিত তরুণী সে দিন বার বার উত্তরপ্রদেশ পুলিশের জরুরি পরিষেবা লাইনে ফোন করেও কোনও উত্তর পাননি।

Advertisement

ঘটনাটি গত বৃহস্পতিবারের। কিন্তু পুলিশের তরফে কোনও সাড়া না পেয়ে রবিবার রাতে পুরো বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তরুণী। তাতে ট্যাগ করেন পুলিশ প্রশাসনের একাধিক কর্তা-সহ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। তরুণীর এফআইআরের ভিত্তিতে সোমবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উবায়দুল্লাহ ও সাবাহুদ্দিন নামে ওই দুই যুবকের মোটর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তরুণীর অভিযোগ, সে দিন মত্ত অবস্থায় থাকা ওই দুই যুবক ও তাদের মোটর বাইকের নম্বর প্লেটের ছবি তিনি মোবাইলে তুলে রেখেছিলেন। তবে তাতে একটুও ভয় না পেয়ে অভিযুক্তরা বলে, নম্বর প্লেটটি ভুয়ো। এর পর দ্বিগুণ উৎসাহে তরুণীকে হেনস্থা করতে শুরু করে অভিযুক্তরা। ফেসবুকে তরুণীর আক্ষেপ, অভিযোগ জানানোর চার দিন পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন তিনি। তরুণী লিখেছেন, ‘‘আজ আমাকে হেনস্থা করেছে। কাল এরাই ধর্ষণের মতো অপরাধ করতে পারে। পুলিশ বা আইনের এতটুকু পরোয়া করে না এই যুবকেরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন