প্রধানমন্ত্রীকে অশালীন শব্দ! সাসপেন্ড সাংবাদিক

একটি খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে অশালীন শব্দপ্রয়োগ করায় তাদের এক সাংবাদিককে সাসপেন্ড করল সংবাদ সংস্থা আইএএনএস। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩৮
Share:

—ফাইল চিত্র।

একটি খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে অশালীন শব্দপ্রয়োগ করায় তাদের এক সাংবাদিককে সাসপেন্ড করল সংবাদ সংস্থা আইএএনএস।

Advertisement

বুধবার সন্ধেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে একটি খবরের মধ্যে প্রধানমন্ত্রীর নাম ও পদবীর মধ্যে একটি অশালীন শব্দ জুড়ে দেওয়া হয়। বেসরকারি সংবাদ সংস্থার খবরটি তাদের গ্রাহকদের কাছে পৌঁছে যায়। এর পরেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি ছড়াতে থাকে। খরবটি দ্রুত প্রত্যাহার করে নেয় সংবাদ সংস্থাটি। এই ধরনের ঘটনা ঘটার জন্য প্রধানমন্ত্রী ও তাদের গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সংবাদ সংস্থাটি।

আইএএনএস-এর শীর্ষ কর্তাদের বক্তব্য, সংস্থার ২৫ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। খবরটি চোখে পড়ার পরে সঙ্গে সঙ্গেই সাংবাদিককে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। সংশিষ্ট সম্পাদককেও শো-কজ নোটিস দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement