National

ভারত টার্গেটে রয়েছে আইএসের, বললেন মুক্তি পাওয়া চিকিৎসক

ভারতকে কড়া নজরে রেখেছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। রাডার তাক করে রেখেছে ভারতের দিকে। ওদের লক্ষ্য, যেনতেনপ্রকারেণ ভারতকেও ‘দখল করে নেওয়া’। আইএসের কোনও হুমকি নয়, ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে সদ্যই ছাড়া পাওয়া ভারতীয় চিকিৎসক রামমূর্তি কোসানামই এ কথা জানিয়েছেন। শনিবারই দেশে ফিরেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৯
Share:

চিকিৎসক কোসানাম।

ভারতকে কড়া নজরে রেখেছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। রাডার তাক করে রেখেছে ভারতের দিকে। ওদের লক্ষ্য, যেনতেনপ্রকারেণ ভারতকেও ‘দখল করে নেওয়া’।

Advertisement

আইএসের কোনও হুমকি নয়, ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে সদ্যই ছাড়া পাওয়া ভারতীয় চিকিৎসক রামমূর্তি কোসানামই এ কথা জানিয়েছেন। শনিবারই দেশে ফিরেছেন তিনি।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় চিকিৎসক রামমূর্তি কোসানাম বলেছেন, ‘‘ওদের ডেরায় থাকার সময় তো ওদের সঙ্গে আমার যথেষ্ট কথাবার্তা হত। ওরা আমার কাছে বার বার জানতে চাইত, ভারতের শিক্ষাব্যবস্থা সম্পর্কে। জানতে চাইত ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতিপ্রকৃতি সম্পর্কে। আমি অবাক হয়ে দেখেছি, ওরা ভারতের শিক্ষাব্যবস্থা ও অর্থনেতিক বৃদ্ধির হার ও গতিপ্রকৃতির যথেষ্টই খবর রাখে। তবে ওদের ফন্দিটা ঠিক কী, তা অবশ্য আমি জানি না। আমাকে সে সব ওরা বলেনি। কিন্তু কথাবার্তায় আমার মনে হয়েছে, ভারত ওদের টার্গেট।’’

Advertisement

ডেরায় চিকিৎসক কোসানামের সঙ্গে কেমন ব্যবহার করত আইএস জঙ্গিরা?

কোসানাম বলেছেন, ‘‘মারধর করেনি আমাকে। তবে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। ওদের বর্বর কার্যকলাপের ভিডিও দেখতে বাধ্য করেছিল আমাকে, বেশ কয়েক বার। আর আমার সঙ্গে খুব কর্কশ ব্যবহার করত ওরা। গালাগাল দিত। আমার মনে হয়েছে, ওরা বেশ আটঘাঁট বেঁধেই সন্ত্রাসবাদী কার্যকলাপে মেতেছে। ওরা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়তে চায়, দ্রুত। আর ওরা ওদের ফতোয়া সবার ওপরেই চাপিয়ে দিতে চায়। ওরা এক সময় আমাকে ওদের সংগঠনের হয়ে কাজও করতে বলেছিল। আমি বলেছিলাম, আমার তো অত অভিজ্ঞতা নেই! কাজ করব কী ভাবে?’’

আরও পড়ুন- ভয় পাই না এবিভিপি’কে! কার্গিল শহিদের মেয়ের তোপ ফেসবুকে

এলুরুর চিকিৎসক রামমূর্তি আইএসের গোপন ডেরায় ছিলেন পাক্কা দেড় বছর। তিনি কাজ করতেন সির্তের লেবন-ই-সিনা হাসপাতালে। সেই সময়েই এক দিন হাসপাতালে ঢুকে আইএস জঙ্গিরা আমাকে তুলে নিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় ভারতীয় ইঞ্জিনিয়ার ওড়িশার সন্তান সমল প্রভাস রঞ্জন আর ফিলিপিন্সের সাত জন নার্সকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন