Dipak Misra

প্রধান বিচারপতি পদে শপথ নিলেন দীপক মিশ্র

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ১৩:৪৫
Share:

শপথ নেওয়ার দীপক মিশ্রকে অভিনন্দন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। সোমবার।— পিটিআই

সুপ্রিম কোর্টের ৪৫-তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন দীপক মিশ্র। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

রবিবার (২৭ অগস্ট) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন জগদীশ সিংহ খেহর। আগামী ১৩ মাস অর্থাৎ ২ অক্টোবর ২০১৮ পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন ৬৩ বছরের দীপক মিশ্র। দীর্ঘ দিন দিল্লি হাইকোর্টের শীর্ষ পদ সামলেছেন বিচারপতি মিশ্র। নির্ভয়া-কাণ্ডের রায় দিয়েছিলেন তিনি। এরপর ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০১৩ সালে মুম্বই হামলার অন্যতম চক্রী ইয়াকুব মেননের ঐতিহাসিক মৃত্যুদণ্ডের আদেশও দিয়েছিলেন তিনিই। ১৯৯৩ সালের সেই ভয়াবহ মুম্বই হামলায় মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। ইয়াকুবের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে বিচারপতি মিশ্রের মন্তব্য আজও উল্লেখযোগ্য। সে দিন তিনি বলেছিলেন, ‘‘মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করা হাস্যকর অনুকরণ ছাড়া আর কিছুই নয়।’’

শশিকলাকে বহিষ্কার করা হবে দল থেকে, সিদ্ধান্ত এআইএডিএমকে-র

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন